বাংলাদেশে বিদ্যুৎ ও গণপরিবহন খাতে বিনিয়োগ করবে চীন
  2017-04-27 20:08:06  cri
বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, গণপরিবহনসহ বেশ কিছু খাতে বিনিয়োগ করতে পারে চীন। অল-চায়না ফেডারেশন অব ইন্ডাষ্ট্রি এন্ড কমার্সের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানায় বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে এফবিসিসিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের ভাইসমিনিস্টার ছুয়ান চ্যচু। বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংছিয়াং উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন উন্নয়নের পথে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ চীনের চেয়েও এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীন যুক্ত হতে পারলে দুদেশের আন্তঃবাণিজ্য আরো বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন ভাইস মিনিস্টার ছুয়ান চ্যচু।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040