অর্থনীতির উন্মুক্তকরণের প্রমাণ 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ: বিশেষজ্ঞ মতামত
  2017-03-14 14:55:48  cri
মার্চ ১৪: চীনের অর্থনৈতিক উন্মুক্তকরণ প্রেসিডেন্ট সি চিন পিংয়ের 'এক অঞ্চল, এক পথ' কৌশলের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। চলতি দুই অধিবেশনে চীনের অর্থনীতির উন্মুক্তকরণ ও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানে নিযুক্ত বিশ্ব ব্যাংকের উপদেষ্টা আয়াজ খান আচাকজাই আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতারে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন।

তিনি বলেন, বিগত ৩০ বছরে চীনা অর্থনীতির দ্রুত গতির ও বিকশিত উন্নয়ন ইতিহাসের এক দারুণ দৃষ্টান্ত। তবে এসব উন্নয়ন প্রধানত চীনের উপকূলীয় অঞ্চলে হয়েছে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের নির্মাণ পশ্চিম চীনের সম্ভাব্য শক্তি উন্নত করছে। চীন সরকার পশ্চিমাঞ্চলে উন্নয়নের মাধ্যমে সার্বিক সচ্ছল সমাজ নির্মাণের লক্ষ্য বাস্তবায়ন করছে।

চীনা অর্থনীতি উন্নয়নের ফলাফল এবং অভিজ্ঞতা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে আচাকজাই বলেন, বর্তমানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের কাজ সুষ্ঠুভাবে চলছে এবং যা পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040