বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে সেনাবাহিনীকে শক্তিশালী করা উচিত: চীনের প্রেসিডেন্ট
  2017-03-13 16:27:47  cri
মার্চ ১৩: আর্থিক, সামাজিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন করে সামরিক ও বেসামরিক খাতে সমন্বয় গড়ে তোলা এবং বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে সেনাবাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলা উচিত।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (রোববার) বিকেলে দ্বাদশ জাতীয় গণকংগ্রেস বা এনপিসি'র পঞ্চম সম্মেলনে অংশগ্রহণকারী মুক্তি ফৌজের প্রতিনিধি দলের পূর্ণাঙ্গ অধিবেশনে এসব কথা বলেছেন।

অধিবেশনে লি ইয়েন মিং ও থাং হোংসহ কয়েকজন প্রতিনিধি অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম উন্নয়ন, যুদ্ধের ক্ষমতা বাড়ানো, বিদেশে চীনের স্বার্থ রক্ষা এবং প্রতিরক্ষা কাজের উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেন।

এরপর প্রেসিডেন্ট সি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় প্রতিনিধি সম্মেলনের পর পার্টির কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় সামরিক কমিটির নেতৃত্বে চীনের প্রতিরক্ষা খাত ও বাহিনীর সংস্কারে ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে। প্রেসিডেন্ট সি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সামরিক খাতে প্রভাব ফেলে। তাই সামরিক ও বেসামরিক প্রযুক্তির সমন্বয় ঘটনা উচিত বলে উল্লেখ করেন তিনি।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040