বিশ্বে চীনের তৈরি পণ্যদ্রব্যের প্রয়োজন
  2017-03-13 14:18:27  cri
মার্চ ১৩: বর্তমানে বিশ্বের যে কোনো স্থানে চীনের তৈরি পণ্যদ্রব্য দেখা যায়। গত বছর থেকে বিশ্বায়ন-বিরোধী প্রবণতা ঘটেছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পর বাণিজ্যের সংরক্ষণবাদ আরো গুরুতর হয়েছে। সিআরআই হিন্দি বিভাগের বিদেশি সংবাদদাতা অনিল পান্ডেই চীনা তৈরি পণ্যদ্রব্যের প্রয়োজন নিয়ে প্রবন্ধ লিখেছেন।

তিনি বলেন, এ পরিস্থিতিতে চীনের প্রক্রিয়াকরণ শিল্পের রূপান্তর অতি জরুরি। চলতি বছর দুই অধিবেশনে চীনের সরকারি কার্যবিবরণীতে 'চীনের তৈরি ২০২৫' কার্যক্রম একটানা তিন বছরের মতো উল্লেখ করা হয়েছে। চীন এখন শুধু 'বিশ্বের কারখানা' নয়, দেশটির তৈরি পণ্যদ্রব্যের গুণগতমান উন্নত করার পাশাপাশি দামও যুক্তিযুক্ত। চীনের তৈরি পণ্য উত্পাদন ও প্রক্রিয়াকরণ থেকে নব্যতাপ্রবর্তনে পরিণত হয়েছে। চীনের দ্রুতগতি ট্রেনের বিদেশের বিক্রি একটি অতি চমত্কার উদাহরণ।

চীনের প্রতিবেশী দেশ ও বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হিসেবে ভারত চীনের উন্নয়নের অভিজ্ঞতাও শিখছে। ভারতীয় পণ্যদ্রব্যের বিশ্বে বিক্রির পরিমাণ ও সুনাম উন্নত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পরিকল্পনা পেশ করেছেন। বৈশ্বিক অর্থনীতি মন্দার প্রেক্ষাপটে চীন ও ভারতের উচিত আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং দেশের অর্থনীতির রূপান্তর ও উন্নতিতে আরো বেশি সুবিধা দেওয়া।(সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040