সিন চিয়াং প্রতিনিধিদলের আলোচনায় প্রেসিডেন্ট সি
  2017-03-11 16:36:41  cri

মার্চ ১১: গতকাল (শুক্রবার) সকালে দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের পঞ্চম অধিবেশনে সিন চিয়াং প্রতিনিধিদলের আলোচনায় অংশগ্রহণ করেছেন প্রেসিডেন্ট সি চিন পিং।

এতে সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, সংস্কার, দেশপ্রেমিক ধর্মীয় ব্যক্তিদের ইতিবাচক ভূমিকা মূল্যায়নসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট সি নিষ্ঠার সঙ্গে তাদের কথা শোনেন।

এ সময় গুরুত্বপূর্ণ ভাষণ দেন প্রেসিডেন্ট সি।

তিনি বিগত বছরে সিন চিয়াংয়ের বিভিন্ন কাজের স্বীকৃতি দেন। সিন চিয়াং প্রদেশটি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল। তাই সিন চিয়াংয়ের বিভিন্ন কাজকে গুরুত্ব দেয় চীন।

প্রেসিডেন্ট বলেন, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমান উন্নত করা হবে। একতা, সমৃদ্ধি এবং চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক সিন চিয়াং প্রতিষ্ঠা করা হবে। তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী সিন চিয়াংয়ের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি। তাই সেনাবাহিনীর সংস্কার বাস্তবায়ন করে আরও সমৃদ্ধি ও উন্নত সিন চিয়াং গঠিত হবে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট সি।(জিনিয়া ওয়াং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040