২০১৭ চীনের দুই অধিবেশনের উপর বাংলাদেশী শ্রোতাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান
  2017-03-11 10:34:59  cri


"মূল উদ্দেশ্য সামনে রেখে এগিয়ে চলো দৃঢ় উন্নতির পথে"। চীনের রাজধানী বেইজিং-এর গ্রেটহলে চলছে দ্বাদশ জাতীয় গণ-কংগ্রেস এবং গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন-এর পঞ্চম অধিবেশন।

চলমান দুই অধিবেশনে ইতিমধ্যে বহু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা-পর্যালোচনা-বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছেন চীনের শীর্ষ নেতারা।

যেখানে ২০১৭ বর্ষে চীনের রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক বাণিজ্য, স্বাস্থ্য-চিকিৎসা ও ঔষধ, শিক্ষা ও শিক্ষার গুণগত মান, কর্মসংস্থান, দারিদ্র্যবিমোচন, আইনের শাসন, ইন্টারনেট নিরাপত্তা, প্রতিরক্ষা খাতে উন্নয়ন, কূটনৈতিক নীতি, পরিবেশ, স্থিতিশীল মুদ্রানীতি চালু ও সামাজিক জীবন কাঠামো কিভাবে পরিচালিত হবে তার নীতিমালা তৈরী হতে যাচ্ছে।

চীনের চলমান দুই অধিবেশনে আলোচিত নানা ইস্যু নিয়ে বাংলাদেশের জনগণ তথা চীন আন্তর্জাতিক বেতার-এর বাংলা ভাষী শ্রোতারা কি ভাবছেন আমি তাদের সাথে কথা বলে তা জানার চেষ্টা করেছি। আমি কথা বলেছি বাংলাদেশের রাজধানী ঢাকা, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, শরীয়তপুর সহ আরো বেশ কয়েকটি জেলায় অবস্থিত চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুদের সাথে।

চীন আন্তর্জাতিক বেতারের আজকের বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গ দিচ্ছি আমি দিদারুল ইকবাল।

আমার সাথে রয়েছেন...........

(১) সৈয়দ রেজাউল করিম বেলাল, চেয়ারম্যান- সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ, ঢাক।

(২) মো. ইয়াকুব আলী, সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব, শরীয়তপুর।

(৩) মো. আবদুল হালিম, কুমিল্লা।

(৪) মো. চাঁন মিয়া, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখা।

(৫) মো. জিহাদুর রহমান, চট্টগ্রাম।

(৬) মো. শরিয়ত উল্যাহ ফরায়েজী, কুমিল্লা।

(৭) এম. ফোরকান, মহাসচিব- সাউথ এশিয়া রেডিও ক্লাব, চট্টগ্রাম।

(৮) মো. আশরাফুল মাওলা ভূঁইয়া, চট্টগ্রাম।

(৯) তাছলিমা আক্তার লিমা, ভাইস চেয়ারম্যান- সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব, ঢাকা।

শ্রোতাবন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন ২০১৭ চীনের দুই অধিবেশন সম্পর্কিত বাংলাদেশী শ্রোতাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুনার জন্য সকল শ্রোতাবন্ধুদের ধন্যবাদ। আপনাদের সাথে আবারো কথা হবে আগামী অন্যকোন অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন। এ প্রত্যাশায় আজকের মত এখানে বিদায় নিচ্ছি।

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040