বৈদেশিক বাণিজ্য উন্নয়নের পদ্ধতিতে রূপান্তর ঘটছে: চীনের নতুন বাণিজ্যমন্ত্রী
  2017-03-03 18:43:25  cri

চীনের নতুন বাণিজ্যমন্ত্রী চোং শান

মার্চ ৩: চীনের নতুন বাণিজ্যমন্ত্রী চোং শান আজ (শুক্রবার) বেইজিং গণ মহাভবনে 'দুই অধিবেশনের মন্ত্রীপথ'-এ প্রথমবার তথ্যমাধ্যমের সামনে হাজির হন। এ সময় বৈদেশিক বাণিজ্যিসম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈদেশিক বাণিজ্য চীনের আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অবদান রেখেছে। বর্তমানে এ খাতে রূপান্তর ঘটছে; পরিমাণের চেয়ে গুণগত মানের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

চোং শান বলেন, বৈদেশিক বাণিজ্য একটি দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন-শক্তি। ভবিষ্যতে বৈদেশিক বাণিজ্যের উন্নয়নের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।

এর আগে তিনি বাণিজ্যমন্ত্রী হবার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে নিজের আগ্রহের কথা জানান।

উল্লেখ্য, ২০১৬ সালে চীনের আমদানি ও রফতানির মোট পরিমাণ ছিল ২৪.৩ ট্রিলিয়ন ইউয়ান। বছরটিতে আমদানি ও রফতানি—উভয় খাতেই প্রবৃদ্ধি অর্জিত হয়। চলতি বছরের জানুয়ারি মাসেও প্রবৃদ্ধির এ ধারা বজায় ছিল। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040