সুর ও বাণী : সংগীত শিক্ষাবিদ চিন টিয়ে লিন
  2016-05-12 14:33:13  cri

চাং ইয়ে

চিন টিয়ে লিন কেবল দক্ষ ব্যক্তিকে প্রশিক্ষণ দিতে সক্ষম তা নয়। বরং তিনি দক্ষ ব্যক্তিকে আবিষ্কার করতেও পারদর্শী। ১৯৮৬ সালে তিনি হুনানে এক আকস্মিক সুযোগে ১৫ বছর বয়সী চাং ইয়ের গান শুনেন। তিনি ভবিষ্যত বাণী করেন, সংগীত জগতে এই ছোট্ট মেয়েটি একদিন উজ্জ্বল তারকা হবে। যদিও তার আওয়াজ খুব বেশি উচু নয়। তবে তার সুপ্ত শক্তি বেশ উন্নত। চিন টিয়ে লিনের উত্সাহে চাং ইয়ে চীনের সংগীত একাডেমিতে ভর্তি হন। স্নাতক হওয়ার পর তিনি সত্যি সত্যি চীনের সংগীত মহলের এক নতুন তারকায় পরিণত হন। তার গাওয়া 'নতুন যুগে প্রবেশ করা' নামের গানটি ব্যাপক জনপ্রিয় হয়। বন্ধুরা, শুনুন এ গানটি।

চিন টিয়ে লিন চীনের সংগীত একাডেমির আচার্য এবং অনেক সামাজিক দায়িত্বও পালন করছেন তিনি। তবে তিনি কখনো সংগীত শিক্ষাদান থেকে দূরে সরে যান নি। তিনি সবসময় আন্তরিকতার সাথে ছাত্র-ছাত্রীদের পড়ান। যদি কোনো বিশেষ কাজের কারণে তিনি ক্লাসে উপস্থিত থাকতে না পারেন, তাহলে পরে সময় থাকলে অবশ্যই সে ক্লাস আবার পূরণ করেন। তার শিক্ষাদানের সুনামের কারণে আরো বেশি শিক্ষার্থীরা তার কাছে শিক্ষাগ্রহণ করতে আসেন। তিনি সবসময় ধৈর্য নিয়ে ছাত্র-ছাত্রীদের পড়ান।

বন্ধুরা, এবার শুনুন চিন টিয়ে লিনের ছাত্রী লিউ ইয়ু ওয়ান এবং ছাত্র রুই চি হোংয়ের গাওয়া 'প্রজাপতি ঝরণার পাশে' নামের একটি গান।

ছাত্র রুই চি হোং আর দাই ইয়ু ছিয়াংয়ের সঙ্গে আছেন অধ্যাপক চিন টিয়ে লিন

অধ্যাপক চিন টিয়ে লিনের চল্লিশ বছরের বেশি সময় ধরে শিক্ষাদান করছেন। জানা গেছে, চিন টিয়ে লিন প্রায় চার'শ জাতীয় সংগীতের শিক্ষাবিদ। হাজারখানেক বিভিন্ন ধরনের কণ্ঠশিল্পী এবং কণ্ঠসংগীত ক্ষেত্রের প্রায় ৪০ জন মাস্টার ডিগ্রি অধিকারী তার ছাত্র-ছাত্রী।

চিন টিয়ে লিনের শিক্ষাদানের মূল ধারণা হচ্ছে 'বৈজ্ঞানিক ভিত্তি, সার্বিক গুণ এবং অসীম ব্যক্তিত্ব'। কণ্ঠশিল্পী সোং চু ইং বলেন, 'আমি অধ্যাপক চিনের কাছে বিশ বছরের বেশি সময় ধরে গান শিখেছি। তার শিক্ষাদানের পদ্ধতির আমি ভক্ত। তিনি প্রত্যেক ছাত্রের কণ্ঠের বৈশিষ্ট্য অনুসারে ভিন্নভাবে শিক্ষা দেন।'

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন চিন টিয়ে লিনের আরেক চাত্র দাই ইয়ু চিয়াংয়ের গান। 'আমি গায়ক' নামে টেলিভিশন প্রতিযোগিতায় দাই ইয়ু চিয়াং এবং পপ সংগীত শিল্পী সুন নানের সঙ্গে 'তুমি তাড়াতাড়ি ফিরে আসো' এবং 'আজ রাতে কেউ ঘুমাবে না' এ দুটি গান নতুন করে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করেছেন। শুনুন এ গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'সুর ও বাণী' আসরে আমি চীনের বিখ্যাত সংগীত শিক্ষাবিদ চিন টিয়ে লিন সম্পর্কে বলেছি আপনাদের। তার ছাত্র-ছাত্রীর কণ্ঠে গাওয়া কয়েকটি গান শুনিয়েছি। আশা করছি, গানগুলো আপনাদের ভালো লেগেছে।

'সুর ও বাণী' আসর আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040