0429china
|
সাড়ে তিন হাজার বছর আগে চীনের শাং রাজবংশে সারিবদ্ধ ঘণ্টাগুলো পাওয়া যায়। সারিবদ্ধ ঘণ্টা হলো সমাজের উচ্চ শ্রেণীর লোকদের বাদ্যযন্ত্র। শুধুমাত্র রাজদরবারেই তা শুনতে পারা যায়। যখন যুদ্ধ বা রাজকীয় কোনো উত্সব হতো অথবা বলিদানের কোনো ঘটনা ঘটত, তখন সারিবদ্ধ ঘণ্টাগুলো বাজানো হতো। সারিবদ্ধ ঘণ্টার শব্দ বেশ পরিষ্কার, মিষ্টি ও তীক্ষ্ণ স্বরের হয়ে থাকে। এগুলো ছিল রাষ্ট্রীয় সম্পদ। শাং রাজবংশের সারিবদ্ধ ঘণ্টাগুলো হলো ৩টি ঘড়ির একটি সেট। সময়ের সঙ্গে সঙ্গে প্রতি সেট ঘণ্টার নম্বরও বেড়েছে। ১৯৭৮ সালে চেনহৌ ই'র সমাধিতে পাওয়া যায় সবচেয়ে বেশি সারিবদ্ধ ঘণ্টা।
চেনহৌ ই'র সমাধিতে পাওয়া সারিবদ্ধ ঘণ্টা এখন পর্যন্ত সবচেয়ে আকর্ষণী একটি সেট। ৬৪টি ঘণ্টার মোট ওজন ৫টন। সেটটিতে আলাদা ৮টি স্তর রয়েছে, প্রতিটি স্তরের ৩টি লাইনে ঘণ্টাগুলো ঝুলানো আছে। ৬৪টি ঘণ্টার সবচে ভারিটির ওজন হলো ২০৩.৬ কেজি, উচ্চতা ১.৫মিটার। ব্রোঞ্জ দিয়ে সুচারুভাবে গঠিত এ ঘণ্টাগুলো। দীর্ঘদিন ধরে মাটির নিচে থাকার পরও ঘণ্টাগুলোর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘণ্টাগুলো হলো বিশ্বের প্রত্নতাত্ত্বিক সম্পদের গুরুত্বপূর্ণ সম্পদ। শুধু তাই নয় সঙ্গীত ইতিহাসের অনন্য এক উপাদান।