0409kholamela
|
অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয়:
সৈয়দ মঞ্জুরুল ইসলাম ১৯৫১ সালের ১৮ই জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর লাভ করেন৷ স্নাতক এবং স্নাতকোত্তরে যথাক্রমে ফজলুর রাহমান এবং গোল্ড মেডেল পোপ মেমোরিয়াল পুরস্কার লাভ করেন৷ তিনি কানাডার কিংস্টনের কুইন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন৷ বাংলা সাহিত্যে তার পুরস্কার সমূহ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৯৬), প্রথম আলো বর্ষসেরা প্রবন্ধ পুরস্কার (১৪১১), কাগজ সাহিত্য পুরস্কার (২০০৫)৷