0401china
|
বেইজিং অপেরায় রয়েছে দুইশ' বছরের বেশি সময়ের ইতিহাস। বেইজিংয়ের স্থানীয় অপেরা বিভিন্ন ধরনের হয়। সময়ের পরিক্রমায় বেইজিং অপেরা অনেক উন্নত হয়েছে। ছিং রাজবংশের সম্রাট ছিয়েন লুং অপেরা খুবই পছন্দ করতেন। বেইজিং অপেরা শুরুর আগে, খুনছুই অপেরা ছিল সম্রাটের খুব প্রিয়। কিন্তু একসময় খুনছুই অপেরা শুনতে শুনতে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েন তিনি। তখন সম্রাটকে খুশি করার জন্য সারা দেশের শিল্পীরা বিভিন্ন অঞ্চলের অপেরা নিয়ে বেইজিংয়ে মিলিত হন। তখন অপেরাগুলো একে অপরের কাছ থেকে বিভিন্ন কৌশল আদান-প্রদান করে এবং এভাবেই তৈরি হয় নতুন একটি অপেরা। আর সেটিই হলো 'পিকিং অপেরা' বা 'বেইজিং অপেরা'। খুব সহজেই এ অপেরা সম্রাটের দৃষ্টি আকর্ষণ করে এবং পরবর্তী কালে তা সাধারণ মানুষের নজর কাড়ে। মূলত তারপর থেকেই বেইজিং অপেরা চীনের সবচেয়ে জনপ্রিয় অপেরায় পরিণত হয়, যা চীনা সংস্কৃতির উত্কৃষ্ট উদাহরণ হিসেবে স্বীকৃত। বর্তমানে শুধু চীনের মানুষই নয় বিদেশিদের কাছেও সমভাবে জনপ্রিয় পিকিং অপেরা।
বেইজিং অপেরার চারটি প্রধান চরিত্র আছে। এগুলো হলো: শেং,তান,চিং ও ছৌ। পিকিং অপেরার 'শেং' হলো পুরুষ চরিত্র,আর নারী চরিত্র হলো 'তান'। 'চিং' আর 'হুয়া লিয়েন' হলো পুরুষ চরিত্র, যার চরিত্র চেহারা বা ব্যক্তিত্বে বৈশিষ্ট্যময় আছে সেগুলো। 'চিং'য়ের মুখে বিশেষ মেকআপ লাগানো হয়। 'ছৌ' হলো কমেডি চরিত্র। 'ছৌ' চরিত্রের মেকআপও অন্যরকম। সাধারণত অভিনেতা-অভিনেত্রীর নাকের ওপর সাদা পাউডার দেওয়া হয়। চীনের বিখ্যাত অপেরাশিল্পী মেই লান ফাং একজন প্রতিভাবান অভিনেতা। তিনি বিভিন্ন 'তান' চরিত্রে দারুণ অভিনয় করেছেন। সুন্দর কণ্ঠের পাশাপাশি তার চমত্কার অভিনয় তাকে চীনের সেরা বেইজিং অপেরাশিল্পীতে পরিণত করেছে। তার স্মরণে চীনের জাতীয় বেইজিং অপেরা থিয়েটারের নামকরণ করা হয়েছে 'মেই লান ফাং থিয়েটার'। (স্বর্ণা/আলিম)