আজকের টপিক: বিশ্ব পানি দিবস
  2016-03-22 18:27:58  cri


আজ ২২ মার্চ, 'বিশ্ব পানি দিবস'। ১৯৯৩ সালে জাতিসংঘ এদিনকে 'বিশ্ব পানি দিবস' হিসেবে ঘোষণা করে। 'পানি ও কর্মসংস্থান' এ প্রতিপাদ্যকে সামনে রেখে চীন ও বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি পালিত হয়েছে। ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। সংস্থাটির সর্বশেষ এক জরিপে দেখা যায়, পৃথিবীর মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক জনশক্তিই পানিসংক্রান্ত এবং পানিকে ঘিরে জীবিকা নির্বাহে জড়িত।'পানির অপর নাম জীবন' অথচ পানিবাহিত রোগেই প্রতিদিন প্রায় দুই হাজার শিশু মারা যাচ্ছে। আর 'ভবিষ্যৎ পৃথিবীতে এই বিশুদ্ধ পানি বা সুপেয় পানির জন্য লড়াই হবে'-এ আশঙ্কা অনেকেই করেছেন অতীতে।

বিশ্ব পানি দিবসে পানিসম্পদ, এর ব্যবহার, দূষণ ও অপচয় রোধ এবং সচেতনতা বৃদ্ধি নিয়ে 'আজকের টপিকে' আলোচনা করেছেন সিআরআই বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে (আনন্দী) ও বিশেষজ্ঞ মোহাম্মদ তৌহিদ। শুনুন অনুষ্ঠানটি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040