প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের মারাঠি অঞ্চলে গো গো নামে প্রচলিত জনপ্রিয় খেলাটিই পরবর্তীতে খো খো নামে পরিচিত হয়ে ওঠে। ভাই নূরুকার নামের একজন সৈনিক আধুনিক খো খো খেলার প্রবর্তক ও প্রচারক। আসলে এই মজাদার খেলাটির প্রচলন মহাভারত যুগ থেকে। বর্তমানে বাংলাদেশেও এই খেলাটির জনপ্রিয়তা ক্রমবর্ধমান। খো খো একদিকে শারীরিক ও মানসিক সক্ষমতা ধরে রাখার জন্য যেমন তেমনি শৃংখলাবোধ বজায় রাখতেও তার ভূমিকা অসামান্য। বাংলাদেশে খো খো খেলা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায় ১৯৯৬ সালে। এবছর সরকার অনুমোদন দেয় বাংলাদেশ খো খো ফেডারেশনকে। আজকের খেলামেলা অনুষ্ঠানে খো খো খেলা সংক্রান্ত তথ্য জানতে চাইবো বাংলাদেশের ময়মনসিংহ জেলার গভর্ণমেন্ট কলেজ অব ফিজিকল এডুকেশনের প্রভাষক জনাব আব্দুল হাকিম মিঞার কাছ থেকে। (স্বর্ণা/তৌহিদ)