0220kholamela
|
বাঙ্গালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা এ বছর কেমন চলছে তা নিয়ে প্রথমেই কথা বলবো প্রতিভা প্রকাশের স্বত্তাধিকারি মঈন মোরসালিনের সঙ্গে।
আমরা আরো কথা বলবো মধ্যমা প্রকাশনীর মেনিজার জনাব কাজি মোহাম্মদ আরিফের সঙ্গে।
প্রিয় শ্রোতা, বাঙ্গালির কাছে একুশে বইমেলা হলো প্রাণের মেলা। এই মেলা আয়োজন শুধু ব্যবসার জন্যই নয়, ভাষা ও সাহিত্যের প্রতি পাঠকদের আকর্ষণ বৃদ্ধি করতেও গঠনমূলক ভূমিকা পালন করছে।
প্রতি বছর বইমেলাকে কেন্দ্র করে নতুন নতুন পাঠক ও লেখক সৃষ্টি হচ্ছে। প্রতিদিন নবীন-প্রবীণ লেখক-কবি–সাহিত্যিকের মিলনমেলায় পরিণত হচ্ছে বইমেলা প্রাঙ্গণ। সমাজ গঠনে ভূমিকা রাখছেন এই লেখকরা।
শ্রোতাবন্ধুরা বুঝতেই পারছেন, এবার আমরা একজন লেখকের সঙ্গে কথা বলতে যাচ্ছি। এবার আমরা কথা বলবো বাংলাদেশের একজন জনপ্রিয় কবি, লেখক ও শিশু সাহিত্যিক খালেদ হোসাইনেরসঙ্গে। তিনি রাজধানীর অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং সাবেক বিভাগীয় প্রধান। বাংলা সাহিত্যে অবদান রেখে চলেছেন অবিরাম কাজের মাধ্যমে।