0129china
|
২০১০ সালের মার্চে এক চীনা সাংবাদিক সাক্ষাতকার নিতে মার্কিন পশ্চিম পয়েন্ট স্কুলে যান। ওখানে তিনি দেখতে পান যে, সব ছাত্র 'সুন যির রণ কৌশল' পড়েছে। তাদের মতে সামরিক বিষয় ছাড়াও, নানা ক্ষেত্রে এ গ্রন্থ কাজে লাগে। যদিও 'সুন যির রণ কৌশল' ২০০০ বছর আগের একটি সামরিক গ্রন্থ, তবুও তা এখনও বিশ্বব্যাপী জনপ্রিয়। আপনি কি জানেন 'সুন যির রণ কৌশলে' কি ধরনের লেখা আছে ?
সুন যি মনে করেন, যুদ্ধে বিজয়ের শর্ত হচ্ছে দেশের শক্তি। যুদ্ধ আসলে অর্থনীতি ও সরঞ্জামের প্রতিযোগিতা। তাই অর্থনৈতিক সমৃদ্ধি আর জনগণ শক্তিশালী হলেই কেবল যুদ্ধে জয়লাভ করা যায়। যুদ্ধজয়ের চাবিকাঠি হচ্ছে বুদ্ধিমত্তা ও তথ্য। তাই নিজেকে জানার মত শত্রুকেও জানা দরকার। শত্রুর অবস্থা অনুযায়ী যুদ্ধ কৌশল ঠিক করলে যুদ্ধে জয় লাভ করার সম্ভাবনা বেড়ে যায়। যুদ্ধ জয়ের সর্বোচ্চ মান হচ্ছে বলপ্রয়োগ না করেই শত্রুকে আত্মসমর্পণ করতে বাধ্য করা। যুদ্ধের প্রয়োজন জরুরি হলেও অহিংসার পথে অর্থাৎ রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এমনকি মনস্তাত্ত্বিক উপায়ে শত্রুকে যুদ্ধ থেকে বিরত রাখতে পারলে সেটিই হলো সর্বোচ্চ মান।
এখনও সুন যি'র চিন্তাধারা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সমস্যা সমাধানে যুদ্ধ নয় বরং শান্তি হলো মানবজাতির অভিন্ন লক্ষ্য।