0109kholamela
|
প্রথমে সিআরআই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইয়ু কুয়াং ইয়ুয়ে বাংলা বিভাগের পক্ষ থেকে গেল বছরের পর্যালোচনা এবং নতুন বছরের নতুন পরিকল্পনা সকল শ্রোতাদের জানিয়েছেন। (১)
এখন যোগ দিয়েছেন জনাব মিজানুর রহমান। তিনি একজন ব্যবসায়ী। চীনের কুয়াংচৌতে তাঁর নিজের অভিজ্ঞতার গল্প বলেছেন। (২)
বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রেট্যাজিক স্টার্ডিস (বিআইআইএসএস) এর রিসার্স অফিসার জনাব জাহান শোয়াইব তার গেল বছরের অভিজ্ঞতা ও নতুন বছরের পরিকল্পনা জানিয়েছেন। (৩)
সিআরআই বাংলা বিভাগের সহকর্মীরাও তাদের আশা-আকঙ্খা ও শুভেচ্ছার কথা জানালেন। ওয়াং তান হোং-রুবী, লি লি-লাবন্য, ওয়াং হাই মান-উর্মি, লি ওয়ান লু-শিশির, শিয়ে নান-আকাশ, মেং ফান শিন-প্রকাশ, আইরিন নিয়াজি মান্না, মহম্মদ তৌহিদ শরত।
অনুষ্ঠানের শেষে সকল শ্রোতাদের আবারো জানাচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা, আশা করি নতুন বছর আপনাদের বয়ে আনবে নতুন আশা নতুন অভিজ্ঞতা, জীবনে আরো অর্জন করবেন নতুন নতুন সাফল্য। নতুন বছরে সবাই সুন্দর ও সুখী জীবন কাটাবেন এ আমার আন্তরিক আশা আকঙ্খা। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন, শুভ নববর্ষ।