মাহবুব জামিল ও ওয়াং ইউয়ুন পাং
১১ আগস্ট সকালে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত , প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল তাঁর ব্যস্ত চীন সফরসূচী থেকে সময় বের করে দেড় ঘন্টা ধরে চীন আন্তর্জাতিক বেতার পরিদর্শন করেছেন। অল্প সময়ের মধ্যে তিনি চীন আন্তর্জাতিক বেতারের প্রদর্শনী দেখেছেন, বেতারের উপ-মহাপরিচালক ওয়াং ইউয়ুন পাংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলাপ করেছেন, আমাদের বাংলা বিভাগের সকল কর্মীদের সঙ্গে পরিচিত হয়েছেন এবং পাঁচ মিনিটের একটি সাক্ষাত্কার দিয়েছেন। সময় খুব কম হলেও জনাব মাহবুব জামিলের ভদ্র ও বিনয়ী ব্যবহারে আমাদের সকল চীনা সহকর্মী মুগ্ধ হয়েছেন। আমি মনে করি, মাহবুব জামিলের মুখ থেকে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাবেন।
মাহবুব জামিল ও সিআরআই এর বাংলা বিভাগের কর্মীরা
বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিলের কাছ থেকে আরো বেশ কিছু জানার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে সম্ভব হয় নি। তবে আমার মনে হয়, এবারের চীন সফর আমাদের মাননীয় বাংলাদেশী অতিথি এবং তাঁদের সঙ্গী চীনা বন্ধুদের মনে দাগ কেটেছে। আশা করি, পেইচিং অলিম্পিক গেমস আমাদের অগণিত শ্রোতার মনেও দাগ কাটবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|