৮ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় মাঝে মাঝে বজ্র বৃষ্টিসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩ আগস্ট পেইচিং আবহাওয়া ব্যুরোর উপ-মহাপরিচালক ওয়াং চিয়ান চিয়ে পেইচিং অলিম্পিক গেমসের প্রধান সংবাদ কেন্দ্রে এ কথা জানান।
আবহাওয়া বিশ্লেষকরা মনে করেন, ৮ আগস্ট দিনটিতে আকাশ মেঘলা পাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ও ৩২ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তবে সেদিনকার আবহাওয়া সম্পর্কে নির্দিষ্ট সতর্কবাণী জানানো সম্ভব নয় ।
তিনি বলেন:" এখন থেকে ৮ আগস্ট আসতে আরও ৫ দিন বাকি রয়েছে। আমাদের আধুনিক প্রযুক্তিগত উপায় এবং উন্নত বৈজ্ঞানিক মান অনুসারে এখন সন্তোষজনক আবহাওয়া দিকটি ভেবে আবহাওয়ার সতর্কবাণী কঠিন কাজ। আবহাওয়ার পদ্ধতি ভিন্ন থাকলে সে সম্পর্কিত সতর্কবাণীও ভিন্ন। থেমে থেমে বজ্র বৃষ্টিসহ বৃষ্টি সম্পর্কে নির্দিষ্ট সময়ের আগে সতর্কবাণী দেয়া সহজ নয়।"
তিনি বলেন, ৮ আগস্ট-এর আবহাওয়া সম্পর্কে ৬ আগস্ট সঠিকভাবে বলা সক্ষম হবে। তবে আবহাওয়া বিভাগগুলো এবং উদ্বোধনী ও সমাপনী উদ্যোক্তা সংস্থাগুলো বিরুপ আবহাওয়ার অবস্থার আনুষংগিক মোকাবিলার ব্যবস্থা নিচ্ছে।--ওয়াং হাইমান
|