আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অবৈতানিক চেয়ারম্যান জুয়ান আন্টোনিও সামারাঞ্চ ২ আগস্ট পেইচিংয়ে বলেন, পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির মেধা ও দক্ষতা প্রবল, সকল প্রকার কঠিন অবস্থা অতিক্রম করে তাদের চমত্কার একটি অলিম্পিক গেমস আয়োজনের সামর্থ্য আছে।
এ দিন পেইচিংয়ে অনুষ্ঠিত চীন ও পাশ্চাত্য ফোরামের ক্রীড়া সহোগিতা শীর্ষক এক সম্মেলনে সামারাঞ্চ এ কথা বলেন। তিনি বলেন, পেইচিংয়ের মতো এতো বেশি ক্রীড়া সাজসরঞ্জাম নির্মাণ করেছে, এমন কোন শহর এর আগে তিনি কখনো দেখেন নি। পেইচিং এখন আরামদায়ক শহরের প্রতিমূর্তি। এটা হচ্ছে পেইচিংয়ের অলিম্পিক সাংগঠনিক কমিটি, চীন সরকার ও সকল জনগণের যৌথ প্রয়াসের সুফল।
২০০১ সালের ১৩ জুলাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাবেক চেয়ারম্যান সামারাঞ্চ মস্কোয় ঘোষণা করেছিলেন, পেইচিং ২০০৮ অলিম্পিক গেমস আয়োজনের অধিকার পেয়েছে। তিনি বলেন, সাত বছর চলে গেলো। চীন নিজের প্রতিশ্রুতি পালনের পাশাপাশি বিশ্বের কাছে তার সফল অলিম্পিক গেমস আয়োজনের সামর্থ্য তুলে ধরেছে। তিনি নিজেই এ সব কর্মসূচী দেখেছেন।
পাঁচ দিন পর পেইচিংয়ে অলিম্পিক গেমসের উদ্বোধন হবে। ৮৮ বছর বয়স্ক সামারাঞ্চ পেইচিং অলিম্পিক গেমসের পুরো প্রক্রিয়ায় নিজেকে সম্পৃক্ত রাখবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|