১ আগস্ট চীনের আবহাওয়া পূর্বাভাস ব্যুরোর মুখপাত্র ইয়ু সিন ওয়েন পেইচিং-এ বলেছেন, চীনের আবহাওয়ার পূর্বাভাস ব্যুরো অলিম্পিক আবহাওয়ার পূর্বাভাস সেবার জন্য প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে কৃত্রিম উপায়ে আবহাওয়া নিয়ন্ত্রণের বিষয়টিও রয়েছে।
এর পাশাপাশি তিনি বলেন, বর্তমান কৃত্রিম উপায়ে আবহাওয়া নিয়ন্ত্রণ করার বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি শুধু দুর্বল আবহাওয়াকে প্রভাবিত করার ক্ষেত্রেই এ প্রযুক্তি কাজে লাগবে। এ পদ্ধতি বা প্রযুক্তি শক্তিশালী আবহাওয়ার ওপর প্রত্যাশিত প্রভাব রাখতে পারবে না।
ইয়ু সিন ওয়েন বলেন, পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী দিনের আবহাওয়ার পূর্বাভাস অবস্থা ৮ আগস্টের ২ থেকে ৩ দিন আগে জানানো হবে।
খোং চিয়া চিয়া
|