উত্তর চীনের দুই মহানগর-পেইচিং ও থিয়ান চিনের মধ্যে দ্রুত গতির আন্তঃনগর রেলপথ ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । এ রেলপথে ঘন্টায় রেল গাড়ির সর্বোচ্চ গতি সাড়ে তিন শো কালোমিটার । এই রেলগাড়িতে পেইচিং থেকে থিয়ান চিন যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট ।
জানা গেছে , ১২০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণের জন্য বিপুল পরিমাণে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে । রেলপথটি বিশ্বের প্রথম শ্রেণীর দ্রুত গতির রেলপথের সম মানে । রেলপথটি চালু হওয়ায় চীনের রেলপথের নির্মাণকাজে দ্রুত গতির যুগের সূচনা হয়েছে । আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে পেইচিং - শাংহাই রেলপথসহ আরো বেশ কয়েকটি দ্রুত গতির যাত্রীবাহী রেলপথও চালু হবে । ২০১২ সাল পর্যন্ত চীনে ৭৪০০ কিলোমিটার দীর্ঘ দ্রুত গতির রেলপথের নির্মাণকাজ সম্পন্ন হবে । (থান ইয়াও খাং)
|