সিনচিয়াং সন্ত্রাসী হামলা মোকাবেলা করতে সক্ষম । চীন সন্ত্রাস দমনের ক্ষেত্রে কখনও চরম ব্যবস্থা নেয় নি । ১ আগস্ট পেইচিংয়ে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ভাইস চেয়ারম্যান কুরেক্সি মাইহেসুতি এ কথা বলেছেন ।
তিনি বলেন , চীনের ঐক্য নসাত্ করা এবং সিনচিয়াংকে বিভক্ত করার অপচেষ্টা ব্যর্থ হতে বাধ্য । সন্ত্রাসী শক্তি ততটা শক্তিশালী নয় । তিনি আরো বলেন , অলিম্পিকের স্বাগতিক দেশ হিসেবে অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করতে হয় । সেজন্য চীন নিরাপত্তা রক্ষার যে চেষ্টা করছে , তা খুব স্বাভাবিক । সিনচিয়াং স্থানীয় সরকার ও চীনের কেন্দ্রীয় সরকার অলিম্পিক গেমসের নিরাপত্তা রক্ষার জন্য বেশ কিছু ব্যবস্থা নেবে । অলিম্পিক গেমসে অংশগ্রহণের জন্য চীনে যেতে দুশ্চিতার কোন কারণ নেই । (থান ইয়াও খাং)
|