১ আগষ্ট পেইচিংয়ে চীনস্থ বিদেশী তথ্য মাধ্যমগুলোকে দেওয়া একটি যৌথ সাক্ষাত্কারে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, পেইচিং অলিম্পিক গেমস বিশ্বের বিভিন্ন দেশের জনগণের জন্য আনন্দ বয়ে আনতে পারবে।
হু চিন থাও মনে করেন, একটি সফল অলিম্পিক গেমস আয়োজন নিশ্চিত করার জন্য প্রধান প্রধান উপাদান হল মৈত্রী, ঐক্য ও শান্তিপূর্ণ অলিম্পিক চেতনা ব্যাপকভাবে উদ্বুদ্ধ করা ; বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের জন্য একটি ন্যায্য প্রতিযোগিতার মঞ্চ উপহার দেওয়া, তাদেরকে ক্রীড়া নৈপুন্য প্রদর্শনের সুযোগ করে দেওয়া; অলিম্পিক গেমসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুদের মধ্যে সমঝোতা জোরদার করা ও মৈত্রী গভীরতর করা ।
হু চিন থাও বলেন, পেইচিং অলিম্পিক গেমসের ওপর চীন সরকারের মনোযোগের বিষয় তিনটি। প্রথমতঃ পরিবেশ রক্ষা, দ্বিতীয়তঃ বিজ্ঞান ও অগ্রগতি এবং উদ্ভাবন এবং তৃতীয়তঃ জনসাধারণের আধুনিকতা ও গুণগতমান উন্নয়ন ।
সাংবাদিকদের প্রাসঙ্গিক প্রশ্নের উত্তরে হু চিন থাও আরও বলেন, চীনের গোটা অর্থনৈতিক উন্নয়নে অলিম্পিক গেমসের চালিকাশক্তির ভূমিকাকে বড় করে দেখা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, চীন অব্যাহতভাবে রাজনৈতিক কাঠামো সহ সার্বিক সংস্কার এগিয়ে নিয়ে যাবে। চীন সরকার জনসাধারণের অধিকার ও স্বার্থের দিকে বিশেষভাবে মনোযোগ রাখবে । তিনি পুরনায় জানিয়েছেন, চীন আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি অনুসরণ করে , কখনো আধিপত্য বিস্তারে প্রয়াসী হবে না । চীনের উন্নয়ন অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করবে না ও হুমকি হয়ে উঠবে।
|