মার্কিন কংগ্রেস সদস্য স্যাম ব্রাউনব্যাক চীন বিদেশী পর্যটকদের ওপরে নজরদারি করছে বলে যে সন্তব্য করেছেন চীন তা নাকচ করে দিয়েছেন। ৩১ জুলাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও পেইচিংয়ে এ সম্পর্কে বলেন, সত্যের সঙ্গে এর কোনো মিল নেই। চীন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কূটনীতিকদেরকে ভুল ধারণা বাদ দিয়ে চীনের বিরুদ্ধে আক্রমণাত্বক সন্তব্য এবং পেইচিং অলিম্পিক গেমস ও চীন-মার্কিন সম্পর্ক চিনষ্টকারী তত্পরতা না চালানোর জন্য তাগিদ দিয়েছে।
লিউ চিয়ার ছাও বলেন, চীনের আইন অনুযায়ী মানুষের গোপনীয়তা রক্ষা হয়। বিদেশী পর্যটকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
ছাই ইউয়ে
|