৩১ জুলাই পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর উত্তর চীনের ভারী শিল্প শহর হো বেই প্রদেশের থাং শানে শুরু হয়েছে।
এদিন সকাল আটটা দশ মিনিটে থাং শান নগরের ক্রীড়া কেন্দ্রে মশাল হস্তান্তর শুরু হয়েছে। ৫৯জন মশালবাহক এতে অংশ নেন। মশাল যাত্রার দৈর্ঘ্য ছিল ২.৭ কিলোমিটার। নগরে হস্তান্তর শেষে মশালটি গাড়ি যোগে ছাও ফেই ডিয়েন উন্নয়ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়। ছাও ফেই ডিয়েনের মশাল হস্তান্তরে মশালবাহকের সংখ্যা ১৪৯জন। দুপুরে ১২টা ১৭ মিনিটে মশাল হস্তান্তর থাং শান নগরে শেষ হবে বলে অনুমান করা হচ্ছে।
এ পর্যন্ত হো বেই প্রদেশে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট মশাল হস্তান্তর পেইচিং অলিম্পিক গেমসের সহযোগী শহর ও ফুটবল প্রতিযোগিতার ভেন্যূ থিয়েন চিন নগরে শুরু হবে।(লিলু)
|