পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধন ঘনিয়ে আসছে । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রবীণ সদস্য রিচার্ড কেভান গোসপার পেইচিং অলিম্পিক গেমসের সফলতা নিয়ে আশাবাদী । ৩০ জুলাই পেইচিংয়ে সিআরআই'র সংবাদদাতাকে দেয়া সাক্ষাত্কারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন । এ কথা বলেছেন ।
পেইচিং অলিম্পিক গেমসের সমন্বয় কমিটির সদস্য হিসেবে তিনি ৭ বছর ধরে অলিম্পিক প্রস্তুতি কাজ ও এর সাফল্য লক্ষ্য করেছেন । তিনি আবেগের সঙ্গে বলেন ,
(রেকর্ডিং১)
আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টের ফেডারেশন ও বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির রিপোর্ট অনুযায়ী তিনি উপলব্ধি করেছেন যে , পেইচিংয়ের প্রস্তুতি কাজ সুসম্পন্ন হয়েছে ।
তিনি আরো বলেন , গত কয়েক দিন ধরে পেইচিংয়ের আবহাওয়া ও ইন্টারনেটের গতিসহ বিভিন্ন সমস্যার ওপর ব্যাপক মনোযোগ দেয়া হচ্ছে । ইন্টারনেটের গতি তদারকী করা হচ্ছে । বায়ুর গুণগত উত্কর্ষের জন্যে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি নানা রকম ব্যবস্থা নেবে ।
(রেকর্ডিং২)
আবহাওয়ার সমস্যা থাকলে সংশ্লিষ্ট ইভেন্টের প্রতিযোগিতার বিষযক সময়সূচী হয়তো পরিবর্তন করা যেতে পারে । কিন্তু অলিম্পিক সাংগঠনিক কমিটি যানবাহন নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট দূষণযুক্ত প্রকল্প বন্ধসহ বিভিন্ন কার্যকর ব্যবস্থা নেবে । (থান ইয়াও খাং)
|