বন্ধুরা, অলিম্পিক রোইং ও ক্যানোইং পার্কে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'এর নৌকা বাইচ, ক্যানোইং, সাঁতার মারাথন এবং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজিত হবে। পেইচিং অলিম্পক গেমসের ৩২টি স্বর্ণপদক এখানেই নির্ধারিত হবে। এটি হল অলিম্পিক গেমস ২০০৮'এর মোট স্বর্ণপদকের দশ ভাগের এক ভাগ। অলিম্পিক রৌইং ও ক্যানোইং পার্ক পেইচিং শহরের উত্তরাঞ্চলের শুনই জেলায় অবস্থিত। পেইচিং শহর থেকে অলিম্পিক ওয়াটার পার্ক পর্যন্ত প্রায় ৩০ মিনিটের পথ।
অলিম্পিক রোইং ও ক্যানোইং পার্ক অলিম্পিক গেমসের ইতিহাসে বহমান ও স্থির পানির সংশ্রিণের প্রথম স্টেডিয়াম। বহমান পানি ক্ষেত্র অলিম্পিক রোইং ও ক্যানোইং পার্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এখানে অলিম্পিক গেমসের ক্যানো স্লালম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্থির পানি ক্ষেত্র অলিম্পিক রোইং ও ক্যানোইং পার্কের পূর্বাঞ্চলে অবস্থিত। এখানে অলিম্পিক গেমসের নৌকা বাইচ, ক্যানোয় স্প্রিন্ট ও সাঁতার মারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অলিম্পিক রোইং ও ক্যানোইং পার্কে পানির আয়তন প্রায় ৫.৫ লাখ বর্গ মিটার। পানি ৩.৫ মিটার গভীর ও পানির পরিমাণ ১৭লাখ কিউব মিটার।
বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে অলিম্পিক রোইং ও ক্যানোইং পার্কের পানি ক্ষেত্র নির্মাণের প্রক্রিয়ায় দৃঢ় ভিত্তি স্থাপন করা হয়েছে।
২০০৭ সালের ৮ থেকে ১১ আগষ্ট পর্যন্ত অলিম্পিক রোইং ও ক্যানোইং পার্কে বিশ্ব যুব নৌকা বাইচ চ্যাম্পিয়নশীপ আয়োজিত হয়। ধারাবাহিক পরীক্ষামূলক প্রতিযোগিতার মাধ্যমে অলিম্পিক রোইং ও ক্যানোইং পার্কের মান বিভিন্ন মহলের প্রশংসা পেয়েছে।
ছাই ইউয়ে
|