v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-30 17:14:46    
ফেংথাই সফটবল কেন্দ্র

cri

ফেংথাই সফটবল কেন্দ্র পেইচিং শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত। ২০০৫ সালের ২৮ জুলাই ফেংথাই সফটবল কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়ে। এ সফ্টবল কেন্দ্রের আয়তন প্রায় ১৫হাজার বর্গ মিটার। এতে ১৩হাজার দর্শক আসন রয়েছে। ফেংথাই সফটবল কেন্দ্রে প্রধান প্রতিযোগিতা ক্ষেত্র, অতিরিক্ত প্রতিযোগিতা ক্ষেত্র, দু'টি অনুশীলন ক্ষেত্র ও একটি বহুমুখী ঘর রয়েছে। এছাড়া, গাড়ী পার্কিং, তৃণভূমি ও কিছু অস্থায়ী গণ ব্যবস্থাপনা রয়েছে। ফেংথাই সফটবল কেন্দ্রের নির্মাণ ২০০৬ সালের জুলাই মাসে শেষ হয়।

২০০৬ সালের আগষ্ট মাসে ফেংথাই সফটবল কেন্দ্রে একাদশ বিশ্ব নারী সফটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। এটি হল পেইচিং অলিম্পিক গেমসের আগে পেইচিংয়ে প্রথম পরীক্ষামূলক প্রতিযোগিতা। বিশ্ব চ্যাম্পিয়নশীপে ফেংথাই সফটবল কেন্দ্রের মান আন্তর্জাতিক সফটবল ফেডারেশন, অংশগ্রহণকারী ক্রীড়াবিদ, কোচ ও আম্পায়ারদের ব্যাপক প্রশংসা পায়। আন্তর্জাতিক সফটবল ফেডারেশনের চেয়ারম্যান বন ই. পর্টার বলেন, ফেংথাই সফ্টবল কেন্দ্র হল সফটবলের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম। তিনি আশা করেন, ফেংথাই সফটবল এশিয়ার সফটবল অনুশীলন কেন্দ্রে পরিনত হবে।

সফটবল প্রতিযোগিতা ক্ষেত্রটি চীনের ৯০ ডিগ্রী কোণের ঐতিহ্যরাহী পাখার মতো। পাখার ভেতরে কেন্দ্রীয় স্থানটি লাল মাটি দিয়ে নির্মিত। কেন্দ্রীয় স্থানের বাইরে ছড়িয়ে থাকা পাখার জায়গাগুলোকে আছে সবুজ তৃণভূমি। কারণ এই প্রতিযোগিতায় খেলোয়াড়রা বল ধরার জন্য এতো দ্রুত দৌড়ান, ফলে যাতে তার আঘাত না পান সেজন্য ব্যাহার করা হয়, বিশেষ ধরণের লাল মাটির মান খুব ভালো হতে হয়। ফেংথাই সফটবল কেন্দ্রের অনুশীলন ক্ষেত্র নির্মাণে ব্যবহৃত লাল মাটি ২০লাখ রেনমিনপি ব্যয় চীনের দক্ষিণাঞ্চল থেকে কিনে আনা হয়েছে। কিন্তু মূল প্রতিযোগিতা ক্ষেত্রের লাল মাটি বিদেশ থেকে আমদানি করা হয়েছে।

পেইচিং অলিম্পিক গেমসের একটি অন্যতম বৈশিষ্ট্য হল মিত্যব্যয়। সেজন্য ফেংথাই সফটবল স্টেডিয়ামে ব্যবহৃত বিদ্যুত্ সৌর জ্বালানী থেকে উত্পাদিত। এর ফলে জ্বালানী সম্পদের ব্যবহার ব্যাপকভাবে কমেছে।

এছাড়া, ডিজাইনাররা প্রতিযোগিতা ক্ষেত্রে পানি দ্রুত গভীর থেকে শুষে নেয়ার ব্যবস্থাও রেখেছেন। যাতে বৃষ্টির এক ঘন্টার মধ্যে এটি খেলার জন্য ব্যবহার করা যায়।