২৯ জুলাই বেলা ১২টা ১৫ মিনিটের দিকে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হে পেই প্রদেশের রাজধানী সি চিয়া চুয়াং শহরে সুষ্ঠুভাবে হস্তান্তর হয়েছে।
মশাল হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠান শি পাই ফো স্মৃতি ভবন চত্বরে শুরু হয়।প্রথম মশাল বাহক ছিলেন চীনের সাবেক বিখ্যাত গোলক নিক্ষেপ খেলোয়াড় ও বর্তমানে জাতীয় নারী গোলক নিক্ষেপ দলের প্রধান কোচ লি মেই শু। সি চিয়া চুয়াং শহরের মশালযাত্রার মোট দৈর্ঘ্য ছিল ৯.৩ কিলোমিটার। ১৮৮জন মশাল বাহক এতে অংশ নেন।
এদিন সর্বশেষ মশাল বাহক হিসেবে২০০০ সালের সিডনি অলিম্পিক গেমসের শ্যুটিং ইভেন্ট পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল চ্যাম্পিয়ন ছিয়াই ইয়া লিন হে বেই স্টেডিয়ামে পবিত্র আধারে আগুন প্রজ্বলন করেন।
২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আলাদা আলাদা ভাবে হে বেই প্রদেশের সি চিয়া চুয়াং,চিং হুয়াং টাও ও থাং সান শহরে মশাল হস্তান্তর হবে।(শিয়ে নান)
|