পেইচিং অলিম্পিক গেমসের অশ্বারোহন প্রতিযোগিতা আগামী আগষ্ট মাসে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে আয়োজিত হবে। এখন হংকংয়ে প্রস্তুতিমূলক কাজ কতোদূর সে সম্পর্কে আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কিছু জানাবো।
সন্ধ্যার নামার সঙ্গে সঙ্গে মিয়াওচিয়ে সড়কের দোকানগুলো একের পর খুলতে থাকে। মিয়াওচিয়ে হল হংকংয়ের সস্তা জিনিস বিক্রির একটি জনপ্রিয় জায়গা। এ সড়কে গেলে হংকংয়ের মানুষগুলোর মনোবলেরও পরিচয় পাওয়া যায়। রাতে খাওয়া দাওয়ার পর হংকংবাসীরা সড়কের দু'পাশে প্রাচীন ক্যান্টনিস ভাষায় গান গায়।
মিস্টার কুয়ানের রেস্তেরোঁ মিয়াওচিয়েতে অবস্থিত। তিনি যুক্তরাষ্ট্র থেকে হংকংয়ে ফিরে এসেছেন। কয়েক বছর আগে হংকংয়ে প্রামান্য চলচ্চিত্র তৈরী করার সময় এ রেস্তরোঁর মালিকের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। এরপর তিনি হংকংয়ে থেকে যান ও রেস্তোরোঁটি চালাতে থাকেন। রেস্তোরোঁটির ৫৮ বছরের ইতিহাস রয়েছে। অর্থাত্ এটি হংকংয়ের ৫৮ বছরের পরিবর্তনের ইতিহাসের সাক্ষী। মিস্টার কুয়ান বলেন, আগামী আগষ্ট মাসে এ রেস্তোরোঁটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাক্ষী হবে। আর সেটি হচ্ছে হংকংয়ে অনুষ্ঠেয় পেইচিং অলিম্পিক গেমসের অশ্বারোহন প্রতিযোগিতা। তিনি বলেন, 'অলিম্পিক গেমসের অশ্বারোহন প্রতিযোগিতা আয়োজন করা হংকংয়ের জন্য একটি বিশেষ সুযোগ। হংকংয়ের মানুষ ও জিমন্যাস্টিক্স দেখতে খুবই আগ্রহী। কারণ এগুলো চীনের শক্তি অনেক বেশি।'
১৯৯৭ সালে স্বদেশে ফিরে আসার আগে হংকং ব্রিটেনের উপনিবেশ ছিল। অশ্বারোহন হল ব্রিটেনের ঐতিহ্যিক ক্রীড়া। ১৯৪৬ সালে ব্রিটেন হংকংয়ে প্রথম অশ্বারোহন প্রতিযোগিতা আয়োজন করে। একশো বছর পরেও এখনো অশ্বারোহন হংকংয়ে সমান জনপ্রিয়।
হংকংয়ের অশ্বারোহনের ঐতিহ্য ও উচ্চ মানের কোয়ারান্টইন ব্যবস্থার জন্য ২০০৫ সালের গ্রীষ্মকালে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি অলিম্পিক গেমস ২০০৮'এর অশ্বারোহন প্রতিযোগিতা হংকংয়ে আয়োজনের সিদ্ধান্ত নেয়। হংকংয়ের অশ্বারোহন প্রতিযোগিতার রাসায়নিক পরীক্ষা বিভাগের পরিচালক ওয়েন সিমিং বলেন, হংকংয়ের কোয়ারান্টইন ব্যবস্থা বিশ্বের সর্বোচ্চ কড়াকড়ি বজায় রাখা হয়।
'সাধারনত আমরা প্রতি বছর ১৮হাজারেরও বেশি ঘোড়ার রাসায়নিক পরীক্ষা করি। অলিম্পিক গেমসে আমাদের উচিত মাত্র ৫০টি পরীক্ষা করা। এটি আমাদের জন্য বেশি কিছু নয়।'
কিন্তু অলিম্পিক গেমস হল সর্বোচ্চ বিশ্ব প্রতিযোগিতা। সেজন্য হংকংয়ের সামনে আরো বেশি চ্যালেন্ঞ্জ রয়েছে। যেমন, মাত্র তিন বছরের মধ্যে প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা? আগষ্ট বেশি গরম আবহাওয়ায় ঘোড়ার স্বাস্থ্য নিশ্চিত করা এবং নাগরিকদের সাধারণ জীবনের ওপর কোনো প্রভাব না ফেলা?
'হংকংয়ের মানুষের ভিন্ন ভিন্ন ব্যাক্তিত্ব আছে। আমরা শুধুই প্রতিযোগিতা দেখি না, আমরা ক্রীড়াবিদদের মনোবল আর্টুট রেখে সাফল্য অর্জনের চেষ্টা অনুভব করি।'
এ ছোট চলচ্চিত্রের কথার মত হংকংয়ের মানুষ শুধুই প্রতিযোগিতার ওপর গুরুত্ব দেয় না। হংকং অলিম্পিক গেমসের অশ্বারোহন কোম্পানি প্রতিষ্ঠা করে এবারের অশ্বারোহন প্রতিযোগিতার সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে। এ কোম্পানির নির্বাহী মহাপরিচালক লিন হুয়ানকুয়াং বলেন, তাঁরা সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে থাকেন। তিনি আরো বলেন, 'আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেন্ঞ্জ হল সময়। আমরা সময়ের সঙ্গে প্রতিযোগিতা করছি। এখন পর্যন্ত কর্মসূচী অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছি।'
পেইচিং অলিম্পিক গেমসের অশ্বারোহন প্রতিযোগিতা বিভাগের পরিচালক ছাং ওয়ে বলেন, এ মাসের প্রথম দিকে হংকংয়ে ঝড় হয়েছে। কিন্তু অশ্বারোহন স্টেডিয়ামের কোনো ক্ষতি হয় নি। এ সম্পর্কে তিনি বলেন, 'একটু আগেই হংকংয়ে ঝড় হয়েছে। কিন্তু মাটিতে কোনো পানি নেই। অশ্বারোহন স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক ভাল। আগষ্ট মাসে হংকংয়ে বেশি বৃষ্টি ও ঘূর্ণিঝড় হয়। সেজন্য আমরা সবচেয়ে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ করেছি।'
অলিম্পিক গেমসের অশ্বারোহন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়াগুলোর বাসস্থানে ব্যবস্বাপক শে চিংইউ সাংবাদিকদেরকে ৬ তারা পর্যায়ের ঘোড়ার ঘর ঘুরিয়ে দেখান। এসব ঘরে ২৪ ঘন্টায় এসি চলে। যাতে ঘোড় স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়।
হংকংয়ের জ্যোতিবিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচালক ও উচ্চ পর্যায়ের বিজ্ঞানী লি শৌদে অলিম্পিক গেমস আয়োজনের সাত দিন আগে হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ করবেন। তিনি বলেন, 'আমরা বিশেষ পর্যবেক্ষকদেরকে পাঠিয়ে স্টেডিয়ামে আবহাওয়া পর্যবেক্ষণ করি। বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থার আমরা আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করছি।'
হংকংয়ের পুলিশ বিভাগের সহকারী পরিচালক সুন কুই লিয়াং বলেন, তাঁদের নিরাপত্তা সুরক্ষার কাজ সকল বাসীর সমর্থন পেয়েছে। এ সম্পর্কে তিনি বলেন, 'অলিম্পিক গেমসের সময় পরিবহনের ক্ষেত্রে নাগরিকদের কিছুটা অসুবিধা হবে। আমরা এ সম্পর্কে সবাইকে অবগত করেছি। আমরা বিশ্বাস করি, সকল নাগরিক আমাদেরকে সমর্থন করবেন।'
হংকংয়ের রয়্যাল পার্ক হোটেলকে হংকংয়ের অলিম্পিক গেমস গ্রামে রুপান্তর করা হয়েছে। কিন্তু হংকংয়ের অলিম্পিক গেমস গ্রামের ৭০ বছর বয়সী প্রধান লিয়াং আইশু মনে করেন, এতে ক্রীড়াবিদদের বসবাসের মান অনুন্নত হবে না। তিনি বলেন, 'যদিও আমাদের হোটেল বেশি বড় না। কিন্তু এখনে সবগুলো প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। যেমন, ব্যাংক, পোস্ট অফিস। আমাদের লক্ষ্য হল ক্রীড়াবিদদের এখানে সুষ্ঠুভাবে থাকার ব্যবস্থা করানো।'
অলিম্পিক গেমসের অশ্বারোহন প্রতিযোগিতা প্রস্তুতিমূলক কাজ চালানোর পাশাপাশি হংকংয়ের বিভিন্ন ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। হংকংয়ের বেসামরিক প্রশাসন ব্যুরোর মহাপরিচালক চে দেছেং মনে করেন, অলিম্পিক ধারণা ও হংকং ধারণার মধ্যে মিল রয়েছে। তিনি বলেন, 'হংকংয়ের মানুষের ধারণা হল প্রতিদ্বন্দ্বিতায় সাহসী, ন্যায্য, উন্মুক্ত, ও সাফল্য অর্জনের চেষ্টা করা। এটি অলিম্পিক ধারণার সঙ্গে মিলে যায়।'
হংকংয়ের রাজনীতি বিষয়ক বিভাগের পরিচালক ও হংকংয়ের অলিম্পিক গেমসের অশ্বারোহন কমিটির চেয়ারম্যান থাং ইংনিয়ান হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের পক্ষ থেকে বিশ্ববাসীকে হংকংয়ে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, হংকং এবার উত্কৃষ্ট ও উচ্চ পর্যায়ের অলিম্পিক গেমসের অশ্বারোহন প্রতিযোগিতা আয়োজনের জন্য সংকলপবদ্ধ। তিনি আরো বলেন,
ছাই ইউয়ে
|