v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-29 17:19:58    
 পেইচিং ভিয়েনার মতো হয়ে উঠছেঃ অস্ট্রীয় রাষ্ট্রদূত

cri
    আপনারা যে সঙ্গীতটি শুনছেন সেটি অস্ট্রিয়ায় অনুষ্ঠিত ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশীপের প্রধান সঙ্গীত। চীনে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত মার্টিন সাজিক সেই চ্যাম্পিয়নশীপ নিয়ে বেশ আগ্রহী ছিলেন এবং বিশেষ করে স্বগতিক দেশগুলোর অন্যতম অস্ট্রিয়া দলের চমত্কার নৈপুন্য আশা করেন। ফুটবলের কথা উঠতেই সাজিক বেশি উত্তেজিত হয়ে পড়েন।

   ২০০৭ সালের আগস্ট মাস থেকে তিনি পর্যায়ক্রমে চীনে, উত্তর কোরিয়া এবং মঙ্গোলিয়ায় অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন। তিনি ইংরেজি, ফরাসী, রুশ এবং ইতালিয় ভাষা বেশ ভাল বলতে পারেন। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে তিনি সুইজারল্যান্ড, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং ইউরোপীয় ইউনিয়নে সংশ্লিষ্ট অর্থনীতি ও পররাষ্ট্রসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। ছোটবেলা থেকে সাজিক একজন কূটনীতিবিদ হতে চেয়েছিলেন। তবে তিনি কখন ভাবতে পারেননি যে, জীবনে কোন একদিন তিনি চীনে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হবেন।

    তিনি পেইচিং থিয়ান আন মেন মহাচত্বরে ২০০৭ সালের ৮ আগস্ট থেকে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধন পর্যন্ত শততম উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জাতীয় স্টেডিয়াম --বার্ড নেস্টে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রতীক্ষায় রয়েছেন। তিনি বলেন : " চীন একটি বৃহত্তম দেশ। চীনের ইতিহাস সুদীর্ঘ। এ কারণে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান নিশ্চয় অনেক চমত্কার হবে এবং সবার মনে গভীর ছাপ ফেলবে। এবারের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সন্দেহাতীতভাবে একটি অবিস্মরনীয় অনুষ্ঠান হবে বলে আমি আশাবাদী।"

    তিনি মজা করে বলেন, চীনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ পাবেন। সেজন্য সাজিক এ উদ্বোধনী অনষ্ঠানের টিকিট কেনার চিন্তা করেননি । তিনি বলেন, অলিম্পিক গেমসের ঘটনাস্থলে যেতে না পারলেও তিনি প্রতিদিন টেলিভিশনে তা উপভোগ করবেন।

    অস্ট্রিয়ার ইনসব্রুক শহর ১৯৬৪ ও ১৯৭৬ সালে দু'বার শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করে। এ দু'বারের শীতকালীন অলিম্পিক গেমসের সুষ্ঠু আয়োজন এ শহরের অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় ব্যাপক ভূমিকা পালন করেছে। এখন পেইচিং ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের সঙ্গে সঙ্গে চীন অব্যাহতভাবে নিজের সামাজিক অগ্রগতি ও বিশ্বমুখীনতার স্বাক্ষর রেখে যাচ্ছে। তিনি পেইচিং অলিম্পিক স্টেডিয়াম নির্মাণ কাজ এবং পেইচিং নগরের পরিবর্তন দেখেছেন। তিনি আনন্দের সঙ্গে বলেন, পেইচিংয়ে বায়ুর মান দিন দিন ভাল হচ্ছে। জানা গেছে, পেইচিং অলিম্পিক চলাকালে যানজট এড়াতে এবং বায়ুর মান উন্নত করার জন্য পেইচিংয়ের সংশ্লিষ্ট বিভাগ গাড়ি ব্যবস্থাপনার জন্য কয়েকটি ব্যবস্থা নিচ্ছে। বর্তমানে পেইচিংয়ে মোট গাড়ি'র সংখ্যা ৩২ লাখ। সাম্প্রতিক বছরগুলোতে পেইচিং সরকার নতুন গাড়ির মানদন্ড উন্নত করা, পুরনো গাড়ি নির্ধারিত সময়ের পূর্বেই বাতিল করা এবং পেট্রলের মান অব্যাহতভাবে উন্নত করাসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বলে পেইচিংয়ের বায়ুর মান কার্যকরভাবে উন্নত হচ্ছে। তাছাড়া, অলিম্পিক গেমসের আগে গত ২০ জুলাই থেকে পেইচিংয়ের বেজোড় ও জোড় নম্বর প্লেটের গাড়িগুলো একদিন পর পর চলাচল করছে । এই বেজোড় ও জোড় নম্বর প্লেট নিয়ম চালু হওয়ায় দৈনন্দিন চলাচলকারী গাড়ি'র সংখ্যা ৫০ শতাংশ কমে গেছে । এ সম্পর্কে সাজিক আমাদের সংবাদদাতাকে জানান, এখন পেইচিং দিন দিন ভিয়েনার মতো হচ্ছে এমনকি তার চেয়েও বেশি সুন্দর হয়ে যাচ্ছে। তিনি বলেন: " আমি দেখে খুব খুশি হয়েছি যে, অনেক টাটকা ফুল দিয়ে পেইচিং শহরের বেশ কিছু রাস্তা সাজানো হয়েছে। শুনেছি পেইচিং সরকার বহুবার সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে পরিদর্শনের জন্য ভিয়েনায় পাঠিয়েছে। এর ফলে তাদের ব্যাপক অভিজ্ঞতা হয়েছে। এ নিয়ে আমি গর্বিত।"

    তিনি মনে করেন, অলিম্পিক গেমস এমন একটি বিশ্ব ক্রীড়া প্রতিদন্দ্বিতা যেখানে ভাল ফলাফল করা বিভিন্ন দেশের খেলোয়াড়দের প্রথম দায়িত্ব। তিনি বলেন, ৮০ বা ১০০জনকে নিয়ে গঠিত অস্ট্রিয়ার একটি প্রতিনিধি দল এবারের পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেবে। তিনি দেশের সকল অংশগ্রহণকারী খেলোয়াড়কে ভাল নৈপুন্য দেখানোর জন্য শুভকামনা করেন এবং এ ব্যাপারে তিনিও আস্থাশীল। তিনি বলেন: "আমি আশা করি, এবারের পেইচিং অলিম্পিক গেমসে অস্ট্রিয়ার খেলোয়াড় যত বেশি সম্ভব স্বর্ণপদক অর্জন করবেন। অস্ট্রিয়ায় অনেক বিখ্যাত খেলোয়াড় রয়েছেন। যেমন টেবিল-টেনিস খেলোয়াড় ওয়ের্নার স্কালাগার। যদিও তার বয়স এখন ৩৫ বছর , তারপরও টেবিল-টেনিসে তার এতো চমত্কার দক্ষতা যে এবারের অলিম্পিক গেমসে তিনি নিশ্চয় দারুন নৈপুন্য দেখাবেন।"

    তিনি বলেন, অলিম্পিক গেমসে চীন একটি শক্তিশালী দেশ। বিশেষ করে ২০০৪ সালের এথেন্স অলিম্পিক গেমসে চীন মোট ৩২টি স্বর্ণপদক জয় করেছিল। রাশিয়াকে ছাড়িয়ে সেবার চীন বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ পদক পাওয়া দেশ ছিল । অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হিসেবে চীন নিশ্চিতভাবে এবারের পেইচিং অলিম্পিক গেমসে আরও বেশি সফলতা অর্জন করতে পারবে বলে তিনি আস্থাবান। তিনি বলেন আমি আশা করি, স্বাগতিক দেশ হিসেবে চীন এবারের পেইচিং অলিম্পিক গেমসে বেশি পদক অর্জন করতে পারবে । ১৩০ কোটি চীনার উত্সাহে চীনা খেলোয়াড়রা নিশ্চয় আরো ভালোভাবে নিজেদের দক্ষতা প্রদর্শনে সক্ষম হবেন।

    পেইচিং অলিম্পিক গেমসের " এক বিশ্ব এক স্বপ্ন" শ্লোগান , মানবজাতির ঘনিষ্ঠ ঐক্যের গুরুত্বপূর্ণ অলিম্পিক চেতনারই প্রতিফলন । তিনি মনে করেন, ঐক্য, মৈত্রী, অংশগ্রহণ এবং স্বপ্ন অলিম্পিক চেতনার প্রতীক। পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সবাই প্রতীক্ষায় আছেন। চীন ৫৬ জাতির একটি বৃহত্তম দেশ। চীনের ইতিহাস অনেক পুরনো। এবারের পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান নিশ্চিতভাবে চীনের নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন হবে বলে সাজিক আস্থাশীল। --ওয়াং হাইমান