কুয়াংচৌতে ১ থেকে ৪ আগষ্ট পর্যন্ত চীনের কুয়াংচৌতে অলিম্পিক বিজ্ঞান সম্মেলন ২০০৮ অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনের প্রসঙ্গ হল '২১ শতাব্দীতে ক্রীড়া বিজ্ঞান ও সম্প্রীতিময় সমাজ'। সারা বিশ্বের প্রায় ৭০টি দেশ ও অঞ্চলের ২হাজারেরও বেশি ক্রীড়া বিষয়ক পন্ডিত, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে গণ ক্রীড়া, প্রতিদ্বন্দ্বিতার ক্রীড়া, ক্রীড়া শিক্ষা ও ক্রীড়া চিকিত্সা বিষয়ক ২হাজার ১৪৮টি প্রবন্ধ নিয়ে আলোচনা করা হবে।
অলিম্পিক বিজ্ঞান সম্মেলন হল অলিম্পিক সচেতনতা প্রচারের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া বিশেষজ্ঞ অভিজ্ঞতা, যোগাযোগ ও নিজের সাফল্য প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম। ১৯৫৬ সাল মেলর্বোন অলিম্পিক বিজ্ঞান সম্মেলন থেকে প্রতিবার অলিম্পিক গেমসের আগে স্বাগতিক দেশে আয়োজিত হয়।
ছাই ইউয়ে
|