২৮ জুলাই চীনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর হিসেবে খ্যাত এবং চীনের প্রাচীন অস্থিলিপির উত্পত্তিস্থান হো নান প্রদেশের আন ইয়াংয়ে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
আন ইয়াং হলো হো নান প্রদেশে ৩ দিন ব্যাপী মশাল হস্তান্তরের চতুর্থ গন্তব্য। পেইচিং সময় সকাল ৮টা ৮ মিনিটে পেইচিং অলিম্পিক গেমসের মশাল যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আন ইয়াং সাংস্কৃতিক মহাচত্বর থেকে ওয়েন ফেং সড়ক, জোং হুয়া সড়ক, ওয়েন মিং সড়ক, ইয়ুং মিং সড়ক, চি ওয়েই সড়ক এবং ডেং টা সড়ক পার হয়ে অবশেষে মশালটি আন ইয়াং বৈদেশিক ভাষা মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া চত্বরে পৌঁছে।
মোট ২০৮জন মশাল বাহকের অংশগ্রহণে এ মশাল যাত্রার মোট দৈর্ঘ্য ছিল ৫.৯১ কিলোমিটার। (ওয়াং তান হোং)
|