চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা শহর ১৪ মার্চ ঘটনায় অর্থনীতির ক্ষয়ক্ষতি দূরীকরণের জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে । এ বছরের প্রথমার্ধে লাসা শহরে অর্থনীতি স্থিতিশীল রয়েছে । সম্প্রতি লাসা শহরের মেয়র ডরজে সেজু এ কথা জানিয়েছেন ।
এ বছরের প্রথমার্ধে এ শহরের জিডিপি গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৪。৮ শতাংশ বেড়ে সাড়ে ৪ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের আয় ১৪ শতাংশ এবং কৃষক ও পশুপালকদের আয় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে ।
জুন মাস থেকে লাসা ভ্রমণে আসা পর্যটকদের সংখ্যা মে মাসের তুলনায় ২৫ হাজার বেড়ে ১ লাখে দাঁড়িয়েছে । (থান ইয়াও খাং)
|