জাতিসংঘ মহা সচিবের ক্রীড়া বিষয়ক বিশেষ দূত ভিল্লি লেমকে ২৬ জুলাই বার্লিনে বলেছেন, আসন্ন পেইচিং অলিম্পিক গেমস চলাকালে ক্রীড়াবিদদেরকে রাজনৈতিক বক্তব্য দিতে বাধ্য করা উচিত না। বার্লিনে আয়োজিত একটি ক্রীড়া সভায় তিনি বলেন, অলিম্পিক গেমস হল একটি ক্রীড়া সমাবেশ , জাতি সংঘ সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদ নয়। তিনি বলেন, জাতি সংঘ মহা সচিব বান কি মুনও এই ধারণ পোষণ করেন। তিনি স্পষ্টভাবে আহ্বান জানিয়েছেন, ক্রীড়াকে রাজনীতির সঙ্গে জড়িত করা উচিত না। ভিল্লি লেমকে আরও বলেন, এবারের পেইচিং অলিম্পিক গেমস কড়াকড়ি সংগঠনের মধ্য দিয়ে আয়োজন করা হবে। তিনি বিশ্বাস করেন, অলিম্পিক গেমস আয়োজনের ক্ষমতা চীনকে দেওয়া পুরোপুরি সঠিক।
জার্মানীর অলিম্পিক কমিটির চেয়ারম্যান, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান টমাস বাছ সভায় একই মতামত প্রকাশ করেছেন।
|