২৬ জুলাই সকালে হোনান প্রদেশের খাই ফেং শহরে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর শেষ হয়েছে।
খাইফেং শহরের মশাল হস্তান্তর অনুষ্ঠান হোনান বিশ্ববিদ্যালয়ে শুরু হয়। প্রথম মশালবাহক ছিলেন হোনান বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল শিক্ষক। ২০৮জন মশালবাহকের অংশগ্রহণে ৬.৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অলিম্পিক মশাল চূড়ান্ত গন্তব্য টোকিও শিল্প কেন্দ্রে পৌঁছে। অলিম্পিক গেমসের প্রতীক 'চীনা সীলমোহর'-এর ডিজাইনার চাং উ শেষ মশালবাহক হিসেবে পবিত্র আধারে অগ্নি প্রজ্বলন করেন।
২৭ জুলাই অলিম্পিক মশাল হোনান প্রদেশের লুও ইয়াং-এ হস্তান্তর হবে।
খোং চিয়া চিয়া
|