রাজধানী সবুজায়ন কমিটি কার্যালয়ের উপ-পরিচালক ও মুখপাত্র ওয়াং সু মেই ২৫ জুলাই পেইচিংয়ে বলেছেন, পেইচিং শহরের বনাঞ্চলের হার ২০০০ সালের ৩৬ শতাংশ থেকে বেড়ে বর্তমানে ৪৩ শতাংশে দাঁড়িয়েছে। অলিম্পিক গেমসের স্বাগতিক শহর হিসেবে আবেদনের সময় পেইচিং বনাঞ্চলের হার ৪০ শতাংশে উন্নীত করার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। পেইচিংয়ের সে প্রতিশ্রুতি ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে।
আন্তর্জাতিক তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত সবুজ অলিম্পিক বিষয়ক প্রেস ব্রিফিংয়ে ওয়াং সু মেই বলেন, মানুষকে প্রাধান্য দেয়ার মূল নীতির ভিত্তিতে পেইচিং সবুজায়ন নির্মাণ ও পুরোনো পরিবেশের সংস্কার কাজ নিরন্তরভাবে জোরদার করে আসছে। মাথাপিছু বনাঞ্চলের আয়তন ২০০০ সালের ৯.৬৬ বর্গমিটার থেকে বর্তমানে ১২.৬ বর্গমিটার পৌঁছেছে।
তা ছাড়া ২০০০ সাল থেকে পেইচিং পরপর ৯টি বড় দূষিত পানি শোধন কারখানা নির্মাণ করেছে। পেইচিংয়ের দূষিত পানি ব্যবস্থাপনার হার ৯২ শতাংশে দাঁড়িয়েছে। পানি সাশ্রয় ও শোধিত পানি ব্যবহার ক্ষেত্রেও লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|