পেইচিং অলিম্পিক গেমসের দুটি তথ্য মাধ্যম গ্রাম ২৫ জুলাই সকালে উদ্বোধন হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৭০০০ নিবন্ধিত তথ্য মাধ্যম কর্মীকে এই গ্রামে অভ্যর্থনা জানানো হবে।
অলিম্পিক গেমস চলাকালে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি নিবন্ধিত তথ্য মাধ্যম কর্মীদের জন্য দুটি গ্রাম স্থাপন করেছে। একটি অলিম্পিক বন পার্কের অদূরে গ্রীন হোমল্যান্ড তথ্য মাধ্যম গ্রাম , অন্যটি পেইচিং অলিম্পিক গেমসের প্রধান স্টেডিয়াম 'বার্ডস নেস্ট' এর কাছে হুই ইউয়ান অপার্টমেন্ট তথ্য মাধ্যম গ্রাম। এর মধ্যে গ্রীন হোমল্যান্ড তথ্য মাধ্যম গ্রাম হচ্ছে অলিম্পিক ইতিহাসে বৃহত্তম ।
গ্রীন হোমল্যান্ড তথ্য মাধ্যম গ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ নানা দেশের তথ্য মাধ্যম থেকে আসা কয়েক ডজন কর্মী এই গ্রামের প্রথম দফা অতিথি হয়েছেন। গ্রীন হোমল্যান্ড তথ্য মাধ্যম গ্রামের পরিচালনা দলের পরিচালক ম্যাডাম চাও চিন ফাং অতিথিদের স্বাগত জানান। তিনি জানান, পেইচিং অলিম্পিক গেমসের তথ্য মাধ্যম গ্রাম সাজসরঞ্জামে পরিপূর্ণ। প্রতিটি অতিথি একক কক্ষে থাকবেন এবং থাকা, খাওয়া, চিকিত্সা, নেট, শরীরচর্চা ও পরিবহন সেবা উপভোগ করবেন।
পেইচিং অলিম্পিক গেমসের নিবন্ধিত তথ্য মাধ্যম কর্মীর সংখ্যা মোট ২০ হাজার। দুটি গ্রাম ছাড়াও পেইচিং শহরের পঞ্চাশটিরও বেশি তারকা মানের হোটেলও তথ্য মাধ্যম কর্মীদের জন্য সেবা দেবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|