সম্প্রতি থিয়েনচিন শহরের ভোক্তা সমিতি সূত্রে জানা গেছে, অলিম্পিক গেমসের আগে পেইচিং, থিয়েনচিন, সাংহাই, শেনইয়াং, ছিংতাও, ছিনহুয়াংতাও ও হংকং এই সাতটি অলিম্পিক শহরের ভোক্তা অধিকার রক্ষা সংগঠন কিছু দিন আগে গোটা সমাজের উদ্দেশ্যে আবার 'অলিম্পিক গেমসকে স্বাগত জানিয়ে সভ্য ও সম্প্রীতিময় ভোগ্যপণ্য পরিবেশ সৃষ্টি' শিরোনামে যৌথ অভিযান চালানোর ঘোষণা করেছে। এই সাতটি শহর যৌথভাবে ভোগ্যপণ্যের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে।
ঘোষণায় উল্লেখ করা হয়েছে, নিরন্তরভাবে অলিম্পিক গেমসের জন্য সেবা দেয়ার চেতনা জোরদার করতে হবে। সাতটি শহরের সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। একটি বৈশিষ্ট্যপূর্ণ ও উচ্চ মানের অলিম্পিক গেমস আয়োজনের জন্য সম্প্রীতিময় ও সুষ্ঠু ভোগ্যপণ্য পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা চালাতে হবে।
তা ছাড়া, এই সাতটি শহরের ভোক্তা সমিতি অলিম্পিক সম্পর্কিত পণ্য ও সেবার ওপর তত্ত্বাবধানের মাত্রা জোরদার করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|