নিরাপদ অলিম্পিক গেমসের লক্ষ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়, ক্রীড়াবিদ ও চীনের জনগণকে দেয়া প্রতিশ্রুতি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা উচিত।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পালট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও চীনের রাজনৈতিক আইন কমিটির সম্পাদক চৌ ইয়ংখাং ২২ জুলাই পেইচিংয়ে অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করার কাজ পরিদর্শনের সময় এ কথা বলেন।
তিনি আরো বলেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের উচিত অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করার কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য সুষ্ঠুভাবে পরিকল্পনা করা। বিভিন্ন পর্যায়ের বিভাগের উচিত কড়াকড়িভাবে নিরাপত্তা নিশ্চিত করণের দায়িত্ব পালন করা।
তিনি বলেন, বিভিন্ন পর্যায়ের বিভাগের উচিত দক্ষতার উন্নয়ন করা, আইন অনুযায়ী সুষ্ঠুভাবে সমস্যা সমাধান করা ও জটিল তল্লাশির কাজ কমানো। যাতে নাগরিকদের সহানুভূতি ও সমর্থন পাওয়া যায়।
ছাই ইউয়ে
|