পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'এর মশাল ২৩ জুলাই শানতং প্রদেশের রাজধানী চিনানে হস্তান্তর হয়েছে। সকাল ৮টায় চিনানে মশাল হস্তান্তর অনুষ্ঠান শানতং প্রদেশের স্টেডিয়াম মহাচত্বরে শুরু হয়।চিনান শহরের অনেক নির্দশনমূলক স্থানের মধ্য দিয়ে প্রায় ১৩.৫ কিলোমিটার পথ মশালটি পাড়ি দেয়। এতে মোট ২৪৩জন মশাল বাহক অংশ নেন। প্রথম মশাল বাহক ছিলেন চীনের জাতীয় পুরুষ বাস্কেটবল দলের সহাকারী কোচ ও শানতং প্রদেশের হুয়াংচিন পুরুষ বাস্কেটবল দলের প্রধান কোচ কং সিয়াওবিন। সবশেষে চীনের ডাইভিং বিশ্বচ্যাম্পিয়ন কুও চিংচিং ও ওয়াংফেং আধারে অগ্নি প্রম্বলন করেন।
ছাই ইউয়ে
|