v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-22 20:43:23    
পেইচিং অলিম্পিক গেমস অবশ্যই সফল হবেঃ চীনে হাঙ্গেরির রাষ্ট্রদূত

cri

    এ বছরের ফেব্রুয়ারী মাসে যখন পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজ পুরোদমে চলছিল , তখন চীনস্থ হাঙ্গেরির নব নিযুক্ত রাষ্ট্রদূত হওয়ার জন্য মি. কুসাই সানডোর পেইচিংয়ে এসেছেন । গত বিশ বাইশ বছরের কূটনীতিক জীবনে তিনি এ নিয়ে দ্বিতীয় বারের মতো চীনে আসলেন ।

    সাক্ষাত্কারের ভিডিও চিত্র ধারণের স্বার্থে রাষ্ট্রদূত কুসাই ইউরোপীয় ইউনিয়ন ও হাঙ্গেরির পতাকার সামনে বসলেন । কারণ ২০০৪ সাল থেকে হাঙ্গেরি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশ হয়েছে । তিনি অলিম্পিক গেমস আয়োজনে পেইচিংয়ের প্রচেষ্টার বিশেষ প্রশংসা করেছেন ।

    তিনি মনে করেন , পরিবেশ পরিবর্তন থেকে বোঝা যায় , পেইচিংয়ের প্রস্তুতি কাজ খুব ফলপ্রসূ হয়েছে । অলিম্পিক স্টেডিয়াম ও ইনডোর-স্টেডিয়ামগুলোর নির্মাণকাজ খুব সফল হয়েছে , শহরাঞ্চলের যানবাহন ব্যবস্থা ক্রমশঃ উন্নত হয়েছে , সবুজীকরণ ও বনায়ন আরো ভাল হয়েছে এবং শহর আরো উজ্জ্বল ও সুন্দর হয়েছে ।

    তিনি বলেন , কিছু দিন আগে তিনি পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির উদ্যোগে পেইচিংস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণের একটি আলোচনা সভায় অংশ নিয়েছেন । তিনি কয়েকটি অলিম্পিক স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করেছেন । পেইচিং অলিম্পিক গেমসের অবকাঠামো ব্যবস্থা ও পরিবেশ তার মনে গভীর রেখাপাত করেছে ।

    বার্ড নেস্ট ও ওয়াটার কিউব খুবই সুন্দর । তার স্থাপত্যশৈলী ও ডিজাইন অসাধারণ । তিনি এ দুটি জায়গা পরিদর্শন করেছেন । তিনি মনে করেন , এ দুটি স্থাপনা ও এর ব্যবস্থাপনা খেলার জন্য খুবই উপযোগী । পেইচিং অলিম্পিক গেমস প্রসঙ্গে তিনি বলেন , বিশ্বের সকল সেরা খেলোয়াড় পেইচিং অলিম্পিক গেমসে অংশ নিতে আসবেন । অলিম্পিম গেমসে প্রতিটি পদক নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে । এ ছাড়াও অলিম্পিক গেমস ভাল হতে হলে দর্শক ও সংবাদ মাধ্যমের মতামতের ওপরও গুরুত্ব দিতে হবে । নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বিদেশী দর্শক ও চীনা অধিবাসীদের বিনিময় নিশ্চিত করা যাবে ।

    রাষ্ট্রদূত কুসাই আরো বলেন , অলিম্পিক গেমস চার বছরে একবার আয়োজন করা হয় । স্বাগতিক হিসেবে অলিম্পিক গেমস আয়োজন করা কোনো একটি শহরের পক্ষে দুর্লভ সুযোগ । সুতরাং পেইচিং অলিম্পিক গেমস অবশ্যই একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অলিম্পিক গেমস হবে বলে আশা করা যাচ্ছে ।

    এবারে পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের পাশাপাশি এ মহানগরীর বিভিন্ন অবকাঠামো ব্যবস্থার নির্মাণকাজ ও জন জীবনের পরিবেশ উন্নত করার ওপর খুব গুরুত্ব দেয়া হচ্ছে ।

    রাষ্ট্রদূত কুসাই ক্রীড়া অনুশীলন খুব পছন্দ করেন । ফুটবল প্রতিযোগিতা দেখা তার বিশেষ সখ । তিনি টেবিল টেনিস চর্চা পছন্দ করেন । অবসর সময়ে তিনি দূতাবাসে চীনা কর্মীদের সঙ্গে টেবিল টেনিস খেলেন ।

    তিনি চীনা কর্মীদের সঙ্গে টেবিল টেনিস খেলতে পছন্দ করেন । চীনাদের খেলার নৈপুণ্য তার চেয়ে ভাল । দূতাবাসের উদ্যোগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ ও এশিয়া বিভাগের কর্মীদের সঙ্গে দূতাবাসের কর্মীদের টেবিল টেনিস প্রতিযোগিতাও আয়োজন করা হয় । তিনিও এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন । সাধারণতঃ চীনারা জয়ী হয় ।

    আসন্ন পেইচিং অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী হাঙ্গেরি ক্রীড়া প্রতিনিধি দল প্রসঙ্গে কুসাই বলেন , হাঙ্গেরি ক্রীড়া প্রতিনিধি দল স্বর্ণপদক জয়ের দিক থেকে প্রথম দশটি দেশের তালিকায় থাকবে বলে তিনি আশা করেন । গত দু'টি অলিম্পিক গেমসে পদকের দিক থেকে হাঙ্গেরির স্থান ছিল এগার থেকে ১৫-এর মধ্যে । তিনি অনুমান করেন যে , এই অলিম্পিক গেমসে হাঙ্গেরি কমপক্ষে প্রথম ১৫তম স্থানে থাকতে পারবে । আসলে তিনি আশা করেন , হাঙ্গেরি প্রথম দশে জায়গা করে নিতে পারবে । তিনি বিশ্বাস করেন যে , এবারের অলিম্পিক গেমসে হাঙ্গেরির খেলোয়াড়রা আরো বেশি পদক জয় করতে পারবেন ।

    হাঙ্গেরি এমন একটি ইউরোপীয় দেশ যেখানে ভূভাগের আয়তন ১ লাখ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১ কোটিরও কম । কিন্তু অলিম্পিক ইতিহাসে সে দেশের লক্ষ্যণীয় সাফল্য রয়েছে । বিগত অলিম্পিক গেমসগুলোতে হাঙ্গেরি মোট ১৫৭টি স্বর্ণপদক , ১৩৯টি রৌপ্য পদক এবং ১৬২টি ব্রোঞ্জ পদক পেয়েছে । ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিক গেমস ও ১৯৫২ সালে হেলসিংকি অলিম্পিক গেমসে পদকের দিক থেকে হাঙ্গেরির স্থান ছিল তৃতীয় । অলিম্পিক গেমসে হাঙ্গেরি তার শ্রেষ্ঠ নৈপুণ্য ও প্রাধাণ্য দেখিয়েছে । রাষ্ট্রদূত কুসাই বলেন , তিনি মনে করেন , নৌকা চালানো , ওয়াটার পোলো , সাঁতার , কুস্তি ও ভারোত্তলনসহ বেশ কয়েকটি ক্রীড়া বিভাগে হাঙ্গেরি বিশ্বের প্রথম সারিতে রয়েছে । হাঙ্গেরির পুরুষ ও নারী ওয়াটার পোলো দল চ্যাম্পিয়ন হবে বলে তিনি আশা করেন । এ ছাড়া শুটিং ও আর্চারির ক্ষেত্রেও হাঙ্গেরি দু একটি স্বর্ণপদক জয় করতে পারবে ।

    কুসাই বলেন , গত ৪ বছরে হাঙ্গেরি দল অসাধারণ সংগ্রামী চেতনা ও খেলার শ্রেষ্ঠ নৈপুণ্য দেখিয়েছে । সুতরাং পেইচিং অলিম্পিক গেমসে তারা অবশ্যই আরো বেশি সাফল্য অর্জন করবেন ।

    অনুমান করা হচ্ছে , চীন ভ্রমণে আসা হাঙ্গেরির পর্যটকের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে যাবে । অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড় , কোচ , ডাক্তার , রেফারী ও কর্মকর্তাদের সংখ্যা কয়েক শো এবং সংবাদদাতাদের সংখ্যাও ১ শোরও বেশি হবে ।

    রাষ্ট্রদূত কুসাই বলেন , অলিম্পিক গেমস চলাকালে চীনস্থ হাঙ্গেরি দূতাবাস স্বদেশের খেলোয়াড়দের জন্য যথাসাধ্য সাহায্য করবে ।

    দূতাবাস স্বদেশের খেলোয়াড়দের জন্য হাঙ্গেরির বৈশিষ্ট্যপূর্ণ সর্বশ্রেষ্ঠ খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে । দূতাবাস তাদের জন্য বাইরের সঙ্গে যোগাযোগের সুযোগ সুবিধাও প্রদান করবে । তা ছাড়া চীনে আসা হাঙ্গেরির সংবাদদাতা ও পর্যটকদের সাহায্য করার জন্য দূতাবাস নির্দিষ্ট কর্মীকে পাঠাবে ।

    দূতাবাস হাঙ্গেরি পর্যটকদের জন্য ভিসা সেবাও দেবে । পর্যটকদের প্রয়োজনীয় সাহায্য দেযার জন্য দূতাবাসের চীনা জানা একজন কর্মী হোটেলে থাকবেন । সর্বশ্রএ ছাড়াও চীনে হাঙ্গেরির কর্মকর্তাদের যোগাযোগসহ বিভিন্ন কাজকর্ম ব্যবস্থাপনার জন্য দূতাবাসের একজন কর্মকর্তা অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন । তিনি হাঙ্গেরি সংবাদদাতাদেরকেও সহায়তা করবেন । অলিম্পিক গেমস চলাকালে অন্যান্য দেশের কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে বিনিময় করার জন্য দূতাবাসের উদ্যোগে তিন চার বার অভ্যর্থনানুষ্ঠানেরও আয়োজন করা হবে । তিনি মনে করেন , পেইচিং অলিম্পিক গেমসে হাঙ্গেরির প্রচুর কর্মকর্তা ও খেলোয়াড়দের আগমণ দু'দেশের সম্পর্ক উন্নয়নের ওপর সুগভীর প্রভাব ফেলবে । তিনি আরো বলেন , চীনে আসা পর্যটক ও সংবাদদাতারা চীন সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। তারা চীনের পণ্য কিনবেন এবং এতে চীনের সংস্কৃতি সম্পর্কে অনেক জানতে পারবেন ।

(থান )