বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান সম্প্রতি সিনহুয়া বার্তা সংস্থার সংবাদদাতাকে দেয়া সাক্ষাত্কারে বলেছেন, চীন অলিম্পিক গেমসের প্রস্তুতির প্রক্রিয়ায় যথাসাধ্য চেষ্টা চালিয়েছে। তিনি বিশ্বাস করেন, পেইচিং অলিম্পিক গেমস অবশ্যই সফল হবে।
১৯৮৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ফারুক সোবহান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, গত আগস্ট মাসে তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দল বার্ড নেস্টসহ বিভিন্ন অলিম্পিক স্টেডিয়াম দেখেছেন। এসব স্টেডিয়াম তার মনে গভীর রেখাপাত করেছে। তিনি চীনের অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজের প্রশংসা করেন।
পেইচিং অলিম্পিক গেমস অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ছয়জন খেলোয়াড় পাঠাবে। তারা অলিম্পিক গেমসে ভালো সাফল্য পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ হচ্ছে চীনের অলিম্পিক গেমস আবেদনের প্রথম দফার সমর্থক দেশ। তিনি বলেন, অলিম্পিক গেমস আন্তর্জাতিক ক্রীড়া মহা সম্মিলনী। রাজনীতির সঙ্গে অলিম্পিক গেমসর কোনো সম্পর্ক নেই।(লিলু)
|