শ্রোতা বন্ধুরা, দীর্ঘ চার বছরের নির্মাণ কাজের পর চীনের জাতীয় স্টেডিয়াম "বার্ড নেস্ট" ২৮ জুন সম্পন্ন হয়েছে। পাখির বাসা পেইচিং অলিম্পিক গেমসের প্রধান স্টেডিয়াম। পেইচিং অলিম্পিক গেমস ও পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ,পেইচিং অলিম্পিক গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতা ও ফুটবল প্রতিযোগিতার ফাইনাল এখানে অনুষ্ঠিত হবে। শ্রোতা বন্ধুরা, পেইচিং অলিম্পিক ২০০৮ অনুষ্ঠানে আমি পেইচিং অলিম্পিক গেমসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বার্ড নেস্ট সম্পর্কে কিছু বলবো।
পেইচিং অলিম্পিক গেমসের প্রধান স্টেডিয়াম হিসেবে জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্ট দেখতে ও পাখির বাসার মতো। এটি পেইচিং অলিম্পিক পার্কের ভেতরে অবস্থিত। আয়তন প্রায় ২.৫৮ লাখ বর্গমিটার । এ স্টেডিয়াম ৯১ হাজার আসন রয়েছে। পেইচিং অলিম্পিক গেমসের উদ্যোক্তা ও সহযোগী শহরের ৩৭টি প্রতিযোগিতামূলক স্টেডিয়ামের মধ্যে বার্ডস নেস্ট চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে। এটি নির্মাণের সময় কঠোরভাবে নিয়মকানুন ও সময় মানা হয়েছে।
২০০২ সালের মার্চ মাসে চীন জাতীয় স্টেডিয়ামের জন্য বিশ্বব্যাপী উন্মুক্ত ডিজাইন আহ্বান করে। হারজগ অ্যান্ড ডি মেউরন আর্কিটেক্টেন , চীনের গৃহনির্মাণ ও ডিজাইন গবেষণা একাডেমী এবং এআরইউপি প্রকল্পের উপদেষ্টা কোম্পানির যৌথ ডিজাইনে এবং বিশেষজ্ঞদের যাচাই ও জনগণের ভোটে বার্ড নেস্ট ডিজাইনের প্রস্তাবটি গ্রহণ করা হয়। বার্ডস নেস্টে ঘোড়ার পিছে পাতা জিনের মত ইস্পাত কাঠামো নির্মাণ করা হয়েছে। এ ধরণের ডিজাইনের ফলে সার্বিক আকৃতিতে অভিনবত্ব এসেছে। স্থাপত্য কাঠামোর সঙ্গে যা খাপ খেয়ে গেছে।
সুদৃশ্য এই বিশেষ ডিজাইনের নির্মাণ প্রক্রিয়াও ছিল জটিল। বাইরে থেকে দেখতে ঘোডার পিঠে পাতা জিনের মতো এবং ভেতরের দর্শক গ্যালারির আকৃতি বড় গামলার মতো। ফলে বিশেষ ডিজাইনে ৯০ হাজারেরও বেশি আসন ধারণ করার জন্য প্রয়োজন হয়েছে উঁচু মানের ইস্পাত। এর জন্য চীন কিউ ৪৬০ ইস্পাত স্বকীয়ভাবে গবেষণা করেছে। এ ধরণের ৪২ হাজার টন ইস্পাত স্টেডিয়ামে ব্যবহৃত হয়েছে। এখনো পর্যন্ত বার্ডস নেস্ট বিশ্বের সবচেয়ে বৃহত্তম ইস্পাত কাঠামো। তাছাড়া বার্ডস নেস্টের ইস্পাত কাঠামো ঝালাইয়ের কাজও ছিল খুব কঠিন। এ প্রকল্পের মহাপরিচালক থান সিয়াও শুন বলেছেন, (১)
বার্ডস নেস্টের ইস্পাত কাঠামোর ঝালাই করা অংশের মোট দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার। পেইচিং থেকে থিয়েন চিনে যাওয়া এবং থিয়েন চিন থেকে পেইচিংয়ে ফিরে আসার জন্য যত পথ অত্রিক্রম করতে হয় এটি তার সমান। ১ হাজার ১১০জন ঝালাই মিস্ত্রির এক বছর তিন মাসের চেষ্টায় বার্ড নেস্টের সাফল্যের হার ১০০ শতাংশ। এটি চীনের গৃহনির্মাণ ইতিহাসে একটি বিস্ময়।
বার্ড নেস্ট এখন চীনের বৃহত্তম স্টেডিয়াম। এ স্টেডিয়াম সর্বশ্রেষ্ঠ ক্রীড়া স্থাপনা। এর প্রধান কাঠামো রিখটার স্কেলে আট মাত্রার ভূমিকম্প প্রতিরোধে সক্ষম । এ স্টেডিয়াম ব্যবহারের মেয়াদ কাল এক শো বছর।
৯০ হাজারেরও বেশি দর্শক ধারণ ক্ষমতার বার্ড নেস্টে আকস্মিক দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুতিও রয়েছে। জাতীয় স্টেডিয়াম লিমিটেড লায়াবিলিটি কোম্পানির চেয়ারম্যান লি আই ছিং বলেছেন, (২)
আমরা ওপরের,মাঝখানের ও নিচের দর্শক সারির ফাঁকে ফাঁকে রেখেছি, যাতে দর্শকদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া যায়। জরুরী ঘটনা ঘটলে আট মিনিটের মধ্যে দর্শকরা নিরাপদ স্থানে সরে যেতে পারবেন।
তাছাড়া বার্ড নেস্টে সবুজ অলিম্পিক প্রস্তাবকে খুবই গুরুত্ব দেয়া হয়েছে। বার্ড নেস্টে সৌর শক্তি ব্যবহার করে দূষণ-মুক্ত জ্বালানি তৈরি এবং বৃষ্টির পানি সংগ্রহ করে স্টেডিয়ামের উদ্ভিদে জলসেচের ব্যবস্থা রাখা হয়েছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে বার্ড নেস্টে ২০০৮ আন্তর্জাতিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড লীগের ওয়াকেথন প্রতিযোগিতা , ম্যারাথন প্রতিযোগিতা ও উন্মুক্ত প্রতিযোগিতা এ তিনটি অলিম্পিক গেমসের টেস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শক বার্ড নেস্টের মান ও ভূমিকার প্রশংসা করেছে। এ নিয়ে জাতীয় স্টেডিয়াম লিমিটেড লায়াবিলিটি কোম্পানির চেয়ারম্যান লি আই ছিং বলেছেন,(৩)
সংশ্লিষ্ট বিভাগের চেষ্টায় এসব কঠিন সমস্যা সমাধান করা হয়েছে। তিনটি টেস্ট প্রতিযোগিতার মাধ্যমে বার্ড নেস্টের মান স্বীকৃতি পেয়েছে।
২০০৩ সালের ডিসেম্বর থেকে বার্ড নেস্ট চালু হওয়া পর্যন্ত বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ২০০৭ সালে ব্রিটেনের টেমস পত্রিকা বার্ড নেস্টকে বিশ্বে দশটি সবচেয়ে বড় নির্মাণ ও গুরুত্বপূর্ণ প্রকল্পের তালিকায় অন্তর্ভূক্ত করেছে। ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমস পত্রিকা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এক শোটি ডিজাইনের তালিকা প্রকাশ করে যার মধ্যে বার্ড নেস্ট ছিল শীর্ষ।
চলতি বছরের ৮ আগস্ট সন্ধ্যা আটটায় পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান বার্ড নেস্টে অনুষ্ঠিত হবে। তখন আরো সুন্দর ও জমকালো বার্ড নেস্ট আমরা দেখতে পাবো।
|