v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-21 19:47:41    
মেক্সিকোর খেলোয়াড়দের ব্যাপক অলিম্পিক প্রস্তুতি

cri
    আগস্ট মাস আর বেশি দূর নয়। পেইচিং অলিম্পিক গেমস এগিয়ে আসছে খুব দ্রুত । এ উপলক্ষে মেক্সিকোর খেলোয়াড়রা ও ব্যস্ত অলিম্পিক গেমসে যোগ দেয়ার জন্য চলছে ব্যাপক প্রস্তুতি । সম্প্রতি মেক্সিকোর জাতীয় ডাইভিং দল রাজধানী মেক্সিকো সিটিতে একটি ডাইভিং প্রদর্শনী করেছে। পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেয়ার অপেক্ষার থাকা মেক্সিকোর ডাইভারদের সমর্থনে মেক্সিকোর পাঁচ হাজারেরও বেশি মানুষ এদিন "অলিম্পিক উদ্যমকে উত্সাহিত করার আনন্দঘন উত্সবে যোগ দেন। পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ অনুষ্ঠানে প্রথমেই মেক্সিকোর খেলোয়াড়দের অলিম্পিক প্রস্তুতিসম্পর্কে আপনাদেরকে জানাবো।

    নীল রঙের সাঁতারের কস্টিউম পরা একটি মেয়ের চমত্কার প্রদর্শনী মেক্সিকোর সবচেয়ে বেশি দর্শকে প্রশংসাধ্বনি পেয়েছে। ছোট মেয়ে পাওলা এসপিনোসা " মেক্সিকোর ডাইভারদের রাজকুমারী"আখ্যা পেয়ে গেছেন। মেক্সিকোবাসীর দৃঢ় বিশ্বাস মেয়েটি এবারের অলিম্পিক গেমসে পদক পাবে। অলিম্পিক গেমসের লক্ষ্য সম্পর্কে সাক্ষাত্কারে পাওলা বলেন, (১)

    আমি বরাবরই অনুশীলন করছি, যাতে অলিম্পিক গেমসে চমত্কার নৈপূণ্য প্রদর্শন করতে পারি। এটি একটি তুমুল প্রতিযোগিতা হবে। চীনা ডাইভারদের সামর্থ্যও খুব ভালো এবং তারা স্বদেশে প্রতিযোগিতা করবে। তবে আমি আর আমার প্রশিক্ষক এবারের অলিম্পিক গেমসে ভালো ফলাফল নিয়ে আশাবাদী। আমার স্বপ্ন হলো অলিম্পিক গেমসে একটি স্বর্ণপদক পাওয়া। আমি জানি এটি খুব কঠিন। তবে আমি এ স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করবো।

    পাওলার প্রশিক্ষক একজন চীনা নারী। তাঁর নাম মা চিন। তিনি মেক্সিকোয় পাঁচ বছরের জন্য ডাইভিং প্রশিক্ষক দায়িত্ব পালন করছেন। তাঁর প্রশিক্ষণে কয়েকজন খেলোয়াড় মেক্সিকোর শ্রেষ্ঠ ডাইভারে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর নেতৃত্বাধীন মেক্সিকোর ডাইভাররা বিশ্বের নানা রকম ডাইভিং প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ কিছু পদক জিতেছেন। বিদেশে প্রশিক্ষকের দায়িত্ব পালনরত মা চিন প্রথমে স্প্যানিশ বুঝতে বা বলতে পারতেন না। এখন তিনি ডাইভারদের শিক্ষক ও বন্ধুতে পরিণত হয়েছেন। মা চিন বলেন, (২)

    আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের সদস্যরা আপনাকে স্বীকৃতি দিচ্ছে কি না। আপনার ভাষার মাধ্যমে দক্ষতার সঙ্গে ডাইভারদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং এসব দক্ষতা ডাইভারদের ব্যবহার করতে পারতে হবে। তাছাড়া সদস্যদেরও আপনার কথা অর্থ জানতে ও বুঝতে পারতে হবে। যেমন প্রশিক্ষণের সময় দলের কোনো সদস্য আপনার দক্ষতা কাজে লাগিয়ে নিজের উন্নতি করতে পারলে সে খুব খুশি হবে। সে মনে করবে, আপনার কথাই ঠিক। আমি উন্নতি লাভ করেছি। সে তখন আপনার দক্ষতার স্বীকৃতি দেবে। আমি আশা করি, নিজের চেষ্টায় মেক্সিকোর খেলোয়াড়রা অসাধারণ কৃতিত্ব দেখাতে পারবে।

    প্রশিক্ষক মা চিন ২১ বয়সী তরুণ রোমেল পাচেকোকে খুব সন্তষ্ট। রোমেল ১৩ বছর ধরে ডাইভিং চর্চা করছে। মা চিনের প্রশিক্ষণে তার দ্রুত উন্নতি হয়েছে। ২০০৫ সালে সে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার দশ মিটার প্ল্যাটফরমের ডাইভিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। রোমেল এই চীনা প্রশিক্ষককে খুব সম্মান ও পছন্দ করেন। সে বলেছে, (৩)

    ২০০৩ সালের মে মাস থেকে প্রশিক্ষক মা চিন আমাকে প্রশিক্ষণ দিচ্ছেন। পাঁচ বছরের চর্চা ছাড়াও আমদের মধ্যে ভালো বন্ধুত্ব ও বোঝাপড়া তৈরি হয়েছে। এ ধরণের প্রশিক্ষক পেয়ে আমি খুব আনন্দিত। তাঁর ডাইভিং দক্ষতা চমত্কার। এর পাশাপাশি তিনি খুব নিবেদিতপ্রাণ। তাঁর সঙ্গে চর্চা করে আমি খুব খুশি।

    লাতিন আমেরিকা এলাকায় মেক্সিকোর শক্তিশালী ক্রীড়া সামর্থ্য রয়েছে। তারা টায়েকোন্ডো,ডাইভিং, ওয়াকেথন ,ভারত্তোলন ও ঘোড়দৌঁড়সহ অলিম্পিক গেমসের বেশি কয়েকটি ইভেন্টে পদক অর্জনের সামর্থ্য রাখে। বিশেষ করে, মেক্সিকো ডাইভিং ইভেন্টে পদক অর্জনের ব্যাপারে আশাবাদী। মেক্সিকোর অলিম্পিক প্রতিনিধি দলের নেতা কার্লোস পাদিলা বেসেরা বলেছেন, (৪)

    একক ইভেন্টে অংশ নেওয়ার জন্য মেক্সিকো ১১০জনকে পাঠাবে এবং ৪০জন খেলোয়াড় যৌথ ইভেন্টে অংশ নেবেন। যেমন ফুটবল ,বেসবল। মেক্সিকোর এক শো পঞ্চাশজন খেলোয়াড় পেইচিং অলিম্পিক যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া মেক্সিকোর আরো পঞ্চাশজন প্রশিক্ষক , চিকিত্সক ও দায়িত্বশীল কর্মকর্তা চীনে যাবেন। আমাদের উদ্দেশ্য খুব স্পষ্ট। মেটা হলো আমাদের ১৫জন খেলোয়াড় যাতে পেইচিং অলিম্পিক গেমসের সাতটিরও বেশি ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রবেশ করতে পারে। অলিম্পিক গেমসের চূড়ান্ত প্রতিযোগিতায় বহু অনিশ্চিত ঘটনা ঘটে। সুতরাং চূড়ান্ত ফলাফল আন্দাজ করা খুব কঠিন। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করবো।

    মেক্সিকোর অনেক ডাইভার চীনে ডাইভিং প্রতিযোগিতায় যোগ দিয়েছে বা প্রশিক্ষণ পেয়েছে। এবারের অলিম্পিক গেমসের সাঁতার স্টেডিয়াম ওয়াটার সাইনস এ স্কোয়ার পাওলার মনে গভীরভাবে রেখাপাত করেছে। তিনি আসন্ন অলিম্পিক গেমসকে সুন্দর করে শুভেচ্ছা জানিয়েছে। (৫)

    চলতি বছরের ফেব্রুয়ারী মাসে আমি ওয়াটার সাইনস এ স্কোয়ারে ডাইভিং বিশ্ব কাপে যোগ দিয়েছিলাম। ওয়াটার সাইনস এ স্কোয়ার খুব বড় ও খুব সুন্দর। আগে এ রকম স্টেডিয়াম আমি কখনো দেখি নি। আমি যত শিগগির সম্ভব চীনে যাবো। আমি বিশ্বাস করি, চীন অলিম্পিক গেমস ভালোভাবে সংগঠন করতে পারবে। কারণ চীন খেলোয়াড় ও অন্য পর্যটকদের বিষয়টি বরাবরই বিবেচনায় রেখেছে। আমি মনে করি, পেইচিং অলিম্পিক গেমস চমত্কার ও পূর্ণ ভালোবাসা সমৃদ্ধ মহা তত্পরতা। চীন বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো প্রতিযোগিতার পরিবেশ দিতে পারবে।