হংকংয়ের অলিম্পিক গেমসের হ্যরসম্যানশীপ কোম্পানি ১৮ জুলাই বৈষম্য ও রাজনীতির বিষয় রয়েছে এমন পতাকা, শ্লোগান ও প্রচারপত্র নিষেধ সহ পেইচিং অলিম্পিগ গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস প্রতিযোগিতার মাঠের নিয়ম প্রকাশ করেছে ।
প্রতিযোগিতার মাঠের নিয়মে আরও নির্ধারিত রয়েছে , উদ্যোগ ইউনিট বা অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলের পতাকা ছাড়া দর্শকরা কোনো পতাকা সঙ্গে নিয়ে প্রতিযোগিতার মাঠে যেতে পারেন না । অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বা স্বাস্থ্য হানিকর এমন কোনো জিনিস নিতেও নিষেধ । বৃষ্টি হলে দর্শকরা রেইন কোর্ট পরতে পারেন । কিন্তু যাতে পেছনের দর্শকরা ভালভাবে প্রতিযোগিতা উপভোগ করতে পারে তার জন্য দর্শক স্থানে ছাতা ব্যবহার করতে নিষেধ ।
হংকংয়ের অলিম্পিক গেমসের হ্যরসম্যানশীপ কোম্পানির নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা পাই লাংরেন বলেন , আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সংশ্লিষ্ট নীতি অনুযায়ী অলিম্পিক গেমসের হ্যরসম্যানশীপ প্রৃতিযোগিতার মাঠের নিয়ম প্রণয়ন করা হয় । এটা পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনুমোদন পেয়েছে । --চুং শাওলি
|