পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'এর সাইক্লিং প্রতিযোগিতা পেইচিংয়ের পশ্চিমাঞ্চলে অবস্থিত লাওশান ভেলোড্রোমে আয়োজিত হবে। এখানে সাইক্লিং প্রতিযোগিতার ১২টি স্বর্ণপদক বিজয়ী নির্ধারিত হবেন।
লাওশান ভেলোড্রোমের আয়োতন ৬.৬ হেকটর। প্রতিযোগিতার ট্র্যাক ২০০মিটার লম্বা। এতে ৬হাজার দর্শক আসন রয়েছে। লাওশান ভেলোড্রোমের আকার আসলে সাইক্লিং খেলোয়াড়ের হেলমেটের মত ও ছাদ দেখতে উল্টে দেয়া একটি প্লেটবা বাসনের মতো।
লাওশান ভেলোড্রোম নির্মাণে ব্যাপক আধুনিক উপকরণ ব্যবহৃত হয়েছে। বিশেষ করে আলোর ক্ষেত্রে সূর্যালোককে ব্যবহার করে বিদ্যুতের ব্যবহার কমানো হয়েছে। যাতে পরিবেশ সুরক্ষা ও জ্বালানী সাশ্রয় করা যায়। যেমন লাওশান ভোলোড্রোমের ছাদে অনেকগুলো কাঁচের ঘুলঘুলি রাখা হয়েছে, যা সূর্যালোক সমন্বয় করতে পারে। এটি আবহাওয়া অনুযায়ী আলোর সংগ্রহ সমন্বয় করতে পারে। রাতে ছাদে বৈদ্যুতিক আলোর প্রতিফলন ঘটিয়ে অল্প আলোকে অনেক আলোতে রুপান্তরিত করা হবে। এছাড়াও, প্রতিবিম্বিত বর্ড আধুনিক উপকরণ ব্যবহার করায় খেলোয়াড়দের চোখের ক্ষতি হবে না ও প্রতিযোগিতাও বিঘ্নিত হবে না।
২০০৪ সালের ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিক লাওশান ভেলোড্রোমের নির্মাণ জাক শুরু হয়। এটি হল পেইচিং অলিম্পিক গেমসের জন্য নির্মিত চতুর্থ নতুন স্টেডিয়াম। ২০০৭ সালের জুন মাসে লাওশান ভেলোড্রোম নির্মাণ সম্পন্ন হয়।
ছাই ইউয়ে
|