চীনের জাতীয় খাদ্য ও ওষুধ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা ব্যুরোর মুখপাত্র ইয়েন চিয়াং ইং ১৮ জুলাই পেইচিংয়ে বলেন, যেসব ওষুধ অলিম্পিক গ্রাম ও অলিম্পিক প্রশিক্ষণ ভেণ্যুতে প্রবেশ করবে সেগুলোর গুণগত মান বিশেষভাবে পর্যবেক্ষণ করবে চীন। এখন পর্যন্ত এসব ওষুধ ও চিকিত্সা সরঞ্জাম মানসম্মত।
এদিন এক প্রেস ব্রিফিংয়ে ইয়েন চিয়াং ইং বলেন, চীনের সংশ্লিষ্ট বিভাগ অলিম্পিক গেমসের সময় ২২টি চিহ্নিত হাসপাতালের ওষুধ ও চিকিত্সা সরঞ্জামের ওপর বিশেষ পর্যবেক্ষণ চালিয়েছে, যাতে সেগুলোর গুণগত মান নিশ্চিত করা যায়।
ইয়েন চিয়াং ইং আরো বলেন, অলিম্পিক গেমসের সময় খেলোয়াড়, অতিথি এবং বাসিন্দাদের ওষুধ সরবরাহ সুনিশ্চিত করার জন্য পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি এবং সংশ্লিষ্ট বিভাগ বিশেষ বরাদ্দের মাধ্যমে ওষুধ ও চিকিত্সা সরঞ্জামের মজুদ বাড়িয়েছে। ফলে ওষুধের বৈচিত্র্য, গুণগত মান ও পরিমাণ নিশ্চিত হয়েছে। (লিলি)
|