অলিম্পিক গেমসের সময় বাজারের স্থিতিশীলতা সুনিশ্চিত করার জন্য পেইচিং পণ্যদ্রব্যের দাম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করবে। তবে দাম নিয়ন্ত্রণের জন্য নতুন কোনো ব্যবস্থা প্রণয়ন করবে না।
পেইচিং সরকার ১৬ জুলাই অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সময় পেইচিং শহরের চলাচল কাজকর্ম সম্পর্কিত পরিকল্পনা প্রকাশ করেছে। ২০০৮ সালের ১ জুন থেকে ৮ অক্টোবর পর্যন্ত স্থায়ী পেইচিং অলিম্পিক পরিচালনার ব্যবস্থা চালু করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী অলিম্পিক গেমসের সময় শহরের উন্নয়ন সুনিশ্চিত করা এবং শহরবাসীর দৈনন্দিন চাহিদা ও অলিম্পিক গেমসের বিশেষ চাহিদা পূরণের জন্য পেইচিং প্রধানত বড় কিস্তি বাজার, কৃষি ও বাণিজ্য বাজার, সুপারমার্কেট এবং অলিম্পিক সংশ্লিষ্ট কিছু পণ্যদ্রব্য ও সেবার দাম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করবে। খাদ্য, তেল, সবজি, মাংস, ডিম ও দুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর সরবরাহ সুনিশ্চিত করবে।
তা ছাড়া, এই পরিকল্পনা অনুযায়ী জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পেইচিং শহরকে ৩০ কোটি কিউবিকমিটার পানি সরবরাহ করা হবে। এটি শহরে দৈনিক পানির সর্বোচ্চ পরিমাণ। (লিলি)
|