১৭ জুলাই চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিও নিং প্রদেশে প্রথম দিনের পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শেষ হয়েছে।
অলিম্পিক গেমসের মশাল প্রথম দিনে লিও নিং প্রদেশের রাজধানী শেন ইয়াং শহরে হস্তান্তর হয়েছে। শেন ইয়াং হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসের সহযোগী শহর। অলিম্পিক গেমসের কিছু ফুটবল প্রতিযোগিতা শেন ইয়াং অলিম্পিক ক্রীড়া কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টার কাছাকাছি সময়ে হস্তান্তর অনুষ্ঠান শেন ইয়াং শহরের ফোং চি ই মহা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। প্রথম মশাল বাহক ছিলেন লিউ ছাং ছুনের ছেলে, তা লিয়েন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিউ হোং থু। লিউ ছাং ছুন ছিলেন অলিম্পিক গেমসে চীনের প্রথম অংশগ্রহণকারী। সর্বশেষ মশাল বাহক, শেন ইয়াং শহরের পার্টি কমিটির উপ সম্পাদক সু হোং চাং আধারে অগ্নি প্রজ্বলন করেছেন।
শেন ইয়াংয়ে মশাল যাত্রার মৌট দৈর্ঘ্য ছিল ১০.৪ কিলোমিটার। মোট ২৪১ জন মশাল বাহক এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
১৮ জুলাই অলিম্পিক গেমসের মশাল লিও নিং প্রদেশের আন শান শহরে হস্তান্তর হবে। (লিলি)
|